Thursday, August 21, 2025

নাম বলতে লজ্জা হয়! ‘গুলি মন্তব্যে’ মমতার নিশানায় দিলীপ, বিঁধলেন বাম-কংগ্রেসকেও

Date:

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ধর্মতলার রানি রাসমণি রোডে ছাত্রদের NRC-CAA বিরোধী ধর্ণা মঞ্চ থেকে ‘’গুলি”মন্তব্যে-এ বিজেপি সভাপতির কড়া সমালোচনা করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, “নাম বলতে লজ্জা করে। আপনি বলছেন গুলি চালাতে। এটাই তো চাইছো। কিছু হলে তোমাদের দায়িত্ব নিতে হবে না।”

এরপর তিনি নিজের আন্দোলনের ইতিহাস ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরে বলেন, “রাস্তার ধুলোর উপরে রাত কাটিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আমি শীতের দিনে এই ধর্মতলায় আন্দোলন করেছি।” পাশাপাশি, ছাত্রছাত্রীদের তাঁর লেখা বই পড়তে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রজীবন থেকে কীভাবে আন্দোলন করেছেন সেটাই শোনান তিনি।

তিনি আরও বলেন, “সব বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে। কেউ কেউ আছে পাবলিসিটি পাওয়ার জন্য আন্দলোন করছে।”

এদিন মমতার নিশানায় ছিল বাম ও কংগ্রেসও। তাঁর কথায়, “বাসে আগুন লাগিয়ে কেউ কেউ নিজেদের জনপ্রিয়তা পেতে চাইছে। আমি হিংসাকে সমর্থন করিনা।তৃণমূল কংগ্রেস বলার আগে কোন দল প্রতিবাদ করেনি। তৃণমূল বনধ করে কর্তব্য শেষ করে দেয় না। কিছু দল আছে বছরে বছরে বনধ করে। এটা কোনও দলের কাজ হয় না। আন্দোলনের অনেক জায়গা আছে। বাংলা গুজরাত কিংবা উত্তর প্রদেশ হয়ে যায়নি। নোট বাতিলের সময় আমরা সবার আগে প্রতিবাদ জানিয়ে ছিলাম। আমরা অনেক অসুবিধার মধ্যে দেশে বেকারত্ব কমিয়ে দিয়েছি। কমিউনিস্টদের বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।”

এদিনের মঞ্চ থেকে আগামীর আন্দোলন নিয়ে মমতার বার্তা,
“আবার পাহাড় থেকে মিছিল শুরু করবো আমরা। গঙ্গাসাগর মিটে গেলে আবার জেলায় জেলায় মিছিল হবে NRC আর CAA-এর বিরুদ্ধে।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version