Sunday, November 16, 2025

রাজ্যপালের উদ্ভট কথা শুনে বিজ্ঞানিরাও হাসছেন! কটাক্ষ পার্থর

Date:

Share post:

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রতিদিন সব বিষয়ে নিয়ে মন্তব্য এবং তা থেকে জন্ম নেওয়া বিতর্ক একেবারেই ভাল নজরে দেখছে না রাজ্য সরকার। এদিন রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বর্তমান রাজ্যপালের যা ভূমিকা, আমরা এই রাজ্যে কোনওদিন তা দেখিনি। এ ধরনের ধংসাত্মক ভূমিকা কোনও রাজ্যপালের ক্ষেত্রে পূর্বে দেখা যাইনি। রাজ্যপাল এই রাজ্যে ‘পিআর’ করতে এসেছেন। এই ধরেনের আচরণ কোনও রাজ্যপাল করেনি। শিক্ষা দফতরকে বাদ দিয়ে, সরকারকে বাদ দিয়ে আচার্য হবেন, সেটা হয় না।”

এরপর শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপাল যেখানেই যান তাঁর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান। তা সরকারি অনুষ্ঠান হোক বা বেসরকারি। পূর্বে কোন রাজ্যপালকে এমন দেখিনি। এ রাজ্যে আগে গোপালকৃষ্ণ গান্ধি, কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল ছিলেন। কিন্তু এ রকম অদ্ভুত আচরণ কেউ করেননি।”

এখানেই শেষ নয়। রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “ওনার সঙ্গে ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সমস্যা নেই। কিন্তু তিনি শিক্ষা দপ্তরকে এড়িয়ে বিরোধী কথাবার্তা বলবেন সেটা হয় না। আমি বিশ্ববিদ্যালয়ের অটোনমিতে কোনও হস্তক্ষপ করব না। উপাচার্যরা কী করবেন তাঁরা সেটা ঠিক করবেন। কিন্তু আইন অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে যা কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা নেব। রাজ্যপালের যা ভূমিকা আছে। আমরা এই রাজ্যে কোনওদিন দেখিনি। এধরনের ধংসাত্মক ভূমিকা আগে কোনও রাজ্যপালের ক্ষেত্রে দেখা যায়নি।”

রাজ্যপালকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “”তিনি এমন সব উদ্ভট কথা বলছেন, যে তাঁর কথা শুনে বিজ্ঞানীরাও হাসছেন। তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরোধিতার শিখণ্ডী হতে এসেছেন।”

সবশেষে ধনকড়কে খোঁচা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমি রাজ্যপালকে বিনীত অনুরোধ করি, আপনি চুপ থাকলেই সম্মানটা বাড়বে। তিনি বাংলা শিখুন। বাংলায় থাকবেন আর আন্তরিকতা থাকবে না সেটা তো হতে পারে না।”

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...