Saturday, November 8, 2025

কুকাজে সুবিধের জন্য অরিন্দমের দলবদল: বিস্ফোরক স্ত্রী

Date:

অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে “মিটু” ঘরানার অভিযোগ আগেই তুলেছেন এক অভিনেত্রী। এরপর অরিন্দমের স্ত্রী নিজে স্বামীর বিরুদ্ধে আরেকদফা অভিযোগ তুলে বলছেন তাঁদের যৌথ মালিকানায় কেনা ফ্ল্যাট থেকে তাঁকে বঞ্চিত করে পুরোটা দখল করে অন্য এক মহিলার সঙ্গে থাকেন অরিন্দম।

আর এখানেই তনুরুচি শীল স্পষ্টভাবে লিখেছেন,” সুবিধে নিতেই দলবদল করেছেন অরিন্দম।”
উল্লেখ্য, ২০১১র আগে বামশিবিরে থাকা অরিন্দম এখন তৎকাল তৃণমূলি। অতিমমতাপ্রেমী সেজে থাকেন।
যদিও অরিন্দমশিবির এইসব অভিযোগকে কুৎসা বলে উড়িয়ে দিয়েছে।
আসলে কে কার সঙ্গে থাকছেন, তার চেয়েও বড় কথা হয়ে গেছে স্ত্রীর অভিযোগ,” সুবিধে নিতে দলবদল।” অর্থাৎ তিনি বুঝিয়েছেন, এখন কেউ কিছু বলতে পারবে না।

অরিন্দমের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আর এক অভিনেত্রীর সঙ্গেও খারাপ আচরণের কথা ছিল তাঁর পোস্টে।

এনিয়ে ঝড় ওঠে টলিউডে।

তারমধ্যে অরিন্দমের স্ত্রী তনুরুচি আলাদা পোস্টে লেখেন,” বিবাহবিচ্ছেদ মামলা শেষ হয় নি। কিন্তু অরিন্দম স্ত্রীর সঙ্গে যৌথভাবে কেনা ফ্ল্যাটে শুক্লা দাসের সঙ্গে থাকছেন।”

এই পোস্টে ভাস্বতী বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন,” আপনি বিচার পাবেন তনুরুচিদি।”

এর উত্তরেই তনুরুচি লেখেন,” ফ্ল্যাটের ৫০% মূল্য আমাকে না দিয়ে অরিন্দম গোটাটা ব্যবহার করছেন।
সুবিধে নেওয়ার জন্য দলবদল করেছেন।”

এখানে রূপাঞ্জনার মন্তব্য রয়েছে,” ধন্যবাদ তনুরুচিদি সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।”

তনুরুচি লিখেছেন,” দুর্ভাগ্যজনকভাবে উনি আমার স্বামী।”

এই গোটা ঘটনার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, ” সুবিধের জন্য দলবদল।”

তৎকাল তৃণমূলিদের হঠাৎ মমতাপ্রেমের পিছনে যে বহুক্ষেত্রেই এইসব উদ্দেশ্য কাজ করছে, তা স্পষ্ট হয়েছে অরিন্দম শীলের স্ত্রীর ধারণায়।

অরিন্দমশিবির বলছেন মিথ্যা, কুৎসা। কিন্তু হঠাৎ দলবদলের কারণগত জল্পনা কি তাতে ঢাকা পড়ছে?

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version