লোকাল ট্রেনের টিকিটে স্টেশনের নাম বাংলায়

ফের রেলের অসংরক্ষিত টিকিটে ফিরছে বাংলা। এবার থেকে রাজ্যের মধ্যে চলাচল করা সব লোকাল ট্রেনে যাত্রা শুরুর এবং গন্তব্যের স্টেশনের নাম বাংলায় লেখা থাকবে। আগে রেলের টিকিটে স্টেশনের নাম বাংলায় লেখা থাকত। কিন্তু ২০১২ থেকে শুধুমাত্র হিন্দি ও ইংরাজিতেই লেখা শুরু হয় । গত একবছর ধরে এর প্রতিবাদে এবং বাংলায় জায়গার নাম ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালাচ্ছিল ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার থেকে রাজ্যের বেশ কিছু স্টেশনের টিকিটে ফিরল বাংলা অক্ষর।

বৃহস্পতিবার, সাঁতরাগাছি স্টেশনের কাউন্টার থেকে বাংলায় স্টেশনের নাম লেখা টিকিট বিক্রি হয়েছে। শুধু সাঁতরাগাছি নয়, আরও বেশ কয়েকটি স্টেশন থেকে বাংলায় নাম লেখা টিকিট বিক্রি হয়েছে।
গত বছর জুন মাস থেকেই রেলের তরফ এ রাজ্যের জন্য বাংলায় স্টেশনের নাম লেখা টিকিট ছাপতে দেওয়া হয়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সব স্টেশন থেকে বাংলায় স্টেশনের নাম লেখা টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।

Previous articleদুনিয়ায় প্রথম কোনও সাংবাদিক খবর পড়লেন তলোয়ার হাতে রাজপোশাকে
Next article“পদবী জানার দরকার পড়েনি”! ধর্ম নিয়ে বিজেপিকে খোঁচা মমতার