Friday, July 18, 2025

অবশেষে পুলিশের জালে মুম্বই হামলার চক্রী ‘ডক্টর বম্ব’ জলিস আনসারি

Date:

অবশেষে ধরা গিয়েছে ১৯৯৩ সালের মুম্বই হামলার কুখ্যাত চক্রী জলিস আনসারি ওরফে ‘ডক্টর বম্ব’-কে। প্যারোলে ছাড়া পেয়ে নিখোঁজ হয়েছিলেন মুম্বই বিস্ফোরণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ‘ডক্টর বম্ব’৷ জলিস নিখোঁজে ঘুম উড়ে যায় পুলিশের৷

শেষপর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে কানপুরের এক মসজিদের সামনে থেকে ধরে ফেলে। পুলিশের বক্তব্য, নেপাল হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করেছিলো জলিস। তিন সপ্তাহের প্যারলে ছাড়া পেয়েছিলেন এই অপরাধী। পুলিশের নির্দেশ ছিলো, দক্ষিণ মুম্বইয়ের এগরিপাড়া এলাকার এই বাসিন্দাকে রোজ স্থানীয় পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে৷ দিচ্ছিলেনও তাই। শুক্রবার তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। তার আগে বৃহস্পতিবারই গা ঢাকা দেন জলিস। তাঁকে খুঁজতে শুরু করে মুম্বই পুলিশ৷ সতর্ক করা হয় অন্য রাজ্যের পুলিশকেও।
শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তা ওপি সিং জানান, ‘‘কানপুরের একটা মসজিদ থেকে বেরিয়ে আসার সময়ে জলিসকে ধরা হয়েছে।
পুলিশের অনুমান নেপাল হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর।
জলিস ছিলেন বোমা বিশেষজ্ঞ। কোন বিস্ফোরক কতটা পরিমাণে ও কী ভাবে মেশালে কতখানি ভয়ানক বিস্ফোরণ হবে, সে সবই তাঁর হাতের খেলা ছিল৷

আরও পড়ুন-তালকোটরায় প্রধানমন্ত্রী কেন পড়ুয়াদের সঙ্গে?

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version