Friday, November 7, 2025

BREAKING: পুরসভায় ভোট লুট রুখতে পুলিশ নয়, বিজেপিকে পাশে চাইছে সিপিএম!

Date:

আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল বাহিনীর ভোট লুট থেকে রক্ষা পেতে এবার সরাসরি বিজেপিকে পাশে চাইলো সিপিএম। এদিন প্রমোদ দাশগুপ্ত ভবনে কলকাতা জেলা সিপিএমের তরফে এক সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন জেলা সম্পাদক কল্লোল মজুমদার। জানেন দলের অন্দরেই সমালোচনা তৈরি হয়েছে।

পুরসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে কল্লোলবাবু বলেন, “আমরা কেন্দ্রীয় বাহিনী কিংবা কলকাতা পুলিশের ওপর একেবারেই ভরসা পাচ্ছি না। মানুষের উপর ভরসা রাখি। প্রয়োজনে তৃণমূলের ভোট লুট রুখতে বিজেপিকে চাই। এক্ষেত্রে বিজেপিকে পাশে রাখতে কোনও আপত্তি নেই আমাদের।”

পুরসভা নির্বাচনে বামফ্রন্ট কি ১৪৪টি ওয়ার্ডে একাই লড়বে, নাকি কংগ্রেসের সঙ্গে জোট করবে? এই প্রশ্নের উত্তরে কল্লোল মজুমদার বলেন, “এককভাবে ৮০টি আসনে একক ভাবে লড়ার মতো জায়গায় আছে সিপিএম। এছাড়া অন্যান্য শরিকরাও আছে। যেখানে কংগ্রেসের শক্তি বেশি, সেই ওয়ার্ডগুলোতে ওদের সঙ্গে সমঝোতা হতেই পারে। আর যেখানে আমাদের ও কংগ্রেসের সমান শক্তি সেক্ষেত্রে নিজেদের মধ্যে বোঝাপড়া করে আসন বন্টন করা হবে। তবে পুরোটাই নির্ভর করবে আলোচনার উপর। এখনও বলার সময় আসেনি।”

শাসকদল চাইছে এবারে কলকাতা পুরসভা নির্বাচনে ইভিএম-এর পরিবর্তে ব্যালটে ভোট করাতে, বিষয়টি নিয়ে কী ভাবছে সিপিএম? কল্লোলবাবু জানান, “আমরা একেবারেই ব্যালটে ভোট করার পক্ষে নই। ইভিএমে ভোট হোক। কারণ, ব্যালটে ভোট হলে তৃণমূল আরও বেশি কারচুপি করবে গণনার সময়।”

আরও পড়ুন-কালীঘাট থানায় জেরার মুখে মুকুল, বাইরে বিজেপির বিক্ষোভ

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version