Tuesday, December 16, 2025

দিল্লি-ভোটে প্রার্থী হচ্ছেন মুকুল রায় , গুঞ্জন না সত্যি?

Date:

Share post:

দিল্লি বিধানসভার নির্বাচনে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মুকুল রায় ?

বঙ্গ-বিজেপির অন্দরে গত কয়েকদিন ধরে এমন গুঞ্জন-ই ভাসছে৷ দিল্লির বাঙালি-অধ্যুষিত একটি আসনেই নাকি পদ্ম-প্রতীকে প্রার্থী হচ্ছেন মুকুল৷ এই গুঞ্জনের ভবিষ্যত কী, তা জানা যাবে দু-একদিনের মধ্যেই৷ তবে দিল্লি-ভোটে মুকুল রায়ের প্রার্থী হওয়ার জল্পনা বেশ জাঁকিয়েই বসেছে বিজেপির অন্দরে৷

২০১৭ সালের শেষের দিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়৷ সেই সময়ই সংবাদমাধ্যমে বিজেপির শীর্ষনেতারা ঘোষনা করেছিলেন, মুকুল রায়কে দিল্লি বিজেপির সদস্যপদ দেওয়া হয়েছে৷ দিল্লি বিজেপির সভাপতি মনোজ তেওয়ারি নিজে মুকুলের হাতে বিজেপির দিল্লি শাখার সদস্যপদের নথিও তুলে দিয়েছিলেন৷ এরপর মুকুল রায় বাংলার ভোটার তালিকা থেকে নিজের নাম কাটিয়ে দিল্লির ভোটার হয়ে যান৷ বর্তমানে তিনি দিল্লির-ই ভোটার৷ সরকারিভাবে তাঁর স্থায়ী ঠিকানাও দিল্লির-ই৷

বিজেপি সূত্রের খবর, দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকা চিত্তরঞ্জন পার্ক অথবা অন্য কোনও আসনে মুকুল রায়কে বিজেপির প্রাথী করার কথা নাকি ভাবা হচ্ছে৷
ভোট-বিশেষজ্ঞ হিসাবে মুকুলবাবুর সুনাম আছে৷ সেই ‘সুনাম’কে কাজে লাগিয়ে মুকুলবাবু জয়ী হলে, আখেরে লাভ দল এবং মুকুল রায়, উভয়েরই৷

এমনিতেই দিল্লিতে বিজেপির অবস্থা ভালো নয়৷ অনেককিছু খতিয়ে দেখেই বিজেপি প্রার্থী বাছাই করছে৷ মোট ৭০ আসনের মধ্যে আপাতত ৫৭ আসনের জন্য প্রাথী ঘোষিত হয়েছে৷ বাকি ১৩ আসনের প্রার্থী তালিকার
মধ্যেই নাকি দেখা যাবে মুকুল রায়ের নাম৷
বঙ্গ-বিজেপির শীর্ষস্তরের এক নেতা শুক্রবার বলেন, “এমন হলে তো ভালোই হয়৷ এমনিতেই এ রাজ্যে এ মুহুর্তে মুকুল রায়ের তেমন কিছু কাজ নেই৷ কোনও দায়িত্বেও উনি নেই৷ গ্রেফতারি এড়াতে বিভিন্ন থানা আর আদালতে ছুটে বেড়াচ্ছেন৷ এই পরিস্থিতিতে দিল্লি রাজনীতিতে পা রাখলে মুকুল যায় নিজে এবং দল বিজেপি, উভয়েই তো উপকৃতই হবে”৷

এখন দেখার, এই গুঞ্জন নেহাতই গুঞ্জন, নাকি সত্যতাও আছে৷

আরও পড়ুন-নাগরিকত্ব আইনের প্রতিবাদে শহিদ মিনারে সোমবার সভা সিপিএমের

spot_img

Related articles

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...