Sunday, November 9, 2025

৪ দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী, CAA-র বিরুদ্ধে পদযাত্রা, নেতাজি-স্মরণ

Date:

চারদিনের দার্জিলিং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ২২ জানুয়ারি দার্জিলিংয়ে CAA-র বিরুদ্ধে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। ২৩ জানুয়ারি দার্জিলিংয়ের ম্যালে রাজ্য সরকার আয়োজিত নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবারের নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলবেন, “১৯৪০ সালের ১২ মে নেতাজি বলেছিলেন, ‘‌সন্ন্যাসী- সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শির নত। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কুলষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন। এদের কথা শুনবেন না।” নেতাজির এই কথাই মমতা এবার তুলে ধরবেন৷

মুখ্যমন্ত্রীর ইচ্ছায় গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার দার্জিলিংয়ের ম্যালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করে৷ মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে যোগ দেন৷ ওদিকে, প্রশাসনিক সূত্রে খবর, ২১ তারিখ মুখ্যমন্ত্রী বিভিন্ন জনজাতিদের বোর্ড, GTA কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কথাও বলতে পারেন।

মুখ্যমন্ত্রীর এই ৪ দিনের সফরে একাধিক কর্মসূচি রাখা হয়েছে৷ বিমানে বাগডোগরায় নেমেই মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন। সেখান থেকে যাবেন দার্জিলিংয়ের রিচমন্ড হিলে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন মুখ্যমন্ত্রী দার্জিলিং থাকবেন। ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রী CAA- বিরোধিতায় পদযাত্রায় করবেন। ২৩ জানুয়ারি ম্যালে রাজ্য সরকারের নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানেও অংশ নেবেন৷
২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ফিরবেন। রাতে থাকবেন উত্তরকন্যার গেস্ট হাউস কন্যাশ্রীতে। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী বাগডোগরা হয়ে বিমানে কলকাতা ফিরবেন৷

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version