Tuesday, August 26, 2025

বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষনা হতে পারে সোমবার, একাধিক জল্পনা

Date:

বঙ্গ-বিজেপির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। এবার রাজ্য কমিটি গঠনের পালা৷ একাধিক প্রশ্ন এবং কৌতূহল এই কমিটি ঘিরে৷ সামনেই কলকাতা, হাওড়া-সহ শতাধিক পুরসভার নির্বাচন৷ একুশে বিধানসভা নির্বাচন৷ সূত্রের খবর, সোমবার বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষনা হতে চলেছে৷ নতুন যে কমিটি ঘোষনা হবে, সেই কমিটিকেই পর পর এতগুলি নির্বাচন সামলাতে হবে৷ সুতরাং অনেক ভাবনাচিন্তা করেই টিম সাজাচ্ছেন দিলীপ ঘোষ৷

এবারের কমিটি ঘিরে সব থেকে বড় কৌতূহল, এবার কি রাজ্য বিজেপির কোনও পদে দেখা যাবে মুকুল রায়কে? এই প্রশ্নের উত্তর মিলতে পারে সোমবার। সেই 2017 সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেন৷ রাজ্যসভার সদস্যপদ থেকে সর্বভারতীয় সাধারন সম্পাদক, দফায় দফায় বহু জল্পনা হয়েছে তাঁকে ঘিরে৷ কোনওটাই খাটেনি৷ ফলে তিনি দলের মধ্যে অনেকটাই পিছিয়ে পড়েছেন৷ এবার জল্পনা চলছে রাজ্য কমিটিতে তিনি মর্যাদাপূর্ণ পদ পান কি’না, তা নিয়েই৷

সূত্রের খবর, সোমবার বিজেপির রাজ্য কমিটিতে বড়সড় রদবদল ঘটতে চলেছে। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া কোন কোন নেতা-বিধায়ক রাজ্য কমিটিতে জায়গা পান, রাজনৈতিক মহলের নজর সেদিকেও৷ বিজেপি অন্দরের খবর, এবারের রাজ্য কমিটিতে একাধিক প্রাক্তন তৃণমূল নেতা জায়গা পেতে পারেন।
বেশ কিছু নতুন মুখকেও দেখা যেতে পারে৷
বেশ কিছু দক্ষ সংগঠক ও পরিচিত মুখও নাকি এবার বিজেপির পদ পেতে চলেছেন। নতুন মুখ আসছে সহ সভাপতি, সম্পাদক পদেও। দলের শাখা-সংগঠনেও রদবদল হচ্ছে৷ যুব এবং মহিলা মোর্চার শীর্ষপদে নতুন মুখ আসছে৷ নতুন মুখ হিসাবে সংখ্যালঘু মহিলা নেত্রী মাহফুজা খাতুন বিশেষ দায়িত্ব পেতে চলেছেন৷ মাহফুজা
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন৷ বামফ্রন্টের দুবারের বিধায়কও ছিলেন তিনি। তবে সবার নজর মূলত মুকুল রায়ের দিকেই৷

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version