Sunday, May 4, 2025

আলাদা লড়ার সাংগঠনিক শক্তি বা প্রভাব কিছুই নেই৷ সব আসনে প্রার্থী খুঁজে পাওয়াও কষ্টকর৷ তাই
বড়সড় কোনও অঘটন না ঘটলে কলকাতা পুরভোটে জোটবদ্ধ হয়েই লড়বে কংগ্রেস ও বামেরা৷

এদিকে, আলিমুদ্দিন জোটের পক্ষে সওয়াল করলেও, সিপিএমের কেন্দ্রীয় নেতারা জানিয়ে দিয়েছে, কলকাতা-সহ অন্যান্য পুরসভার আসন্ন ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়া নিয়ে কেন্দ্রীয় কমিটিই সিদ্ধান্ত নেবে৷ যদিও আলিমুদ্দিনের ব্যাখ্যা, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জোট করে ভোটে যাওয়ার বিষয়ে নতুন করে আর সিদ্ধান্ত নেওয়ারই কিছুই নেই। রাজ্যের সাম্প্রতিক 3টি বিধানসভা উপনির্বাচনেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই লড়েছিলো বামফ্রন্ট। কিন্তু উপনির্বাচনে কোনও প্রভাবই ফেলতে পারেনি কং-বাম জোট৷ সূত্রের খবর, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়ার কোনও ভাবনাই সিপিএমের নেই। তাই আসন্ন পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই নির্বাচনী যুদ্ধে নামবে বঙ্গ- সিপিএম তথা বামেরা।

পুরভোটে জোট চায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বও। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে জেলা কংগ্রেস নেতৃত্বের কাছে জানতে চাওয়া হয়েছে, কং-বাম জোটের বিষয়ে জেলা কংগ্রেস নেতাদের অবস্থান কি? প্রদেশ সভাপতির কাছে সরাসরি ই-মেলে তা জানাতে বলা হয়েছে৷ এই মতামত জানতে চাওয়ার কারন একটাই, আগামী দিনে বাম-কংগ্রেস রাজনৈতিক জোট ফের ব্যর্থ হলে তার দায় প্রদেশ কংগ্রেস নিজেদের ঘাড়ে নিতে চাইছে না। তখন বলা হবে, জেলা নেতারাই জোট চেয়েছেন৷ অতীতে জোট করার সময় কখন কারও মতামত না নিয়েই জোট ‘চাপানো’ হয়েছে বলে অভিযোগও উঠেছিলো৷ এবার সেই অভিযোগ এড়াতে চেয়েই প্রদেশের এই কৌশল বলে কংগ্রেসের অন্দরের খবর৷

সূত্রের খবর, কং- বাম দু’তরফের প্রাথমিক আলোচনায় স্থির হয়েছে, কলকাতার মোট 144 আসনের 90টির কাছাকাছি আসনে লড়বে বামেরা৷ বাকি আসনে প্রার্থী দেবে কংগ্রেস৷ এদিকে জোট-নেতাদের একাংশের দাবি, মেয়র পদে ‘মুখ’ ঘোষনা করেই ভোটে নামা দরকার৷ পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ভাবমূর্তির মেয়র-পদপ্রার্থী হলে নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বেই৷ এই অংশটি মেয়র-পদপ্রার্থী হিসাবে প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই চাইছেন৷ যদিও জোটের একাধিক নেতার বক্তব্য, এসব পরে দেখা যাবে৷ আগে আমরা সিরিয়াসলি ভোট-টা করি৷

কলকাতা পুর এলাকায় কলকাতার দু’টি লোকসভা কেন্দ্র ছাড়াও আছে যাদবপুর লোকসভা কেন্দ্রের কিছু ওয়ার্ড৷ লোকসভা ভোটে এই তিন কেন্দ্রের ফলাফলের দিকে একবার নজর দেওয়া যাক:

◾কলকাতা দক্ষিণ

তৃৃণমূল – 5, 73, 119, (47.5%)
বিজেপি – 4, 17,927, (34.64%)
সিপিএম – 1,40,275, (11.63%)
কংগ্রেস – 42, 618, (3.53%)

◾কলকাতা উত্তর

তৃৃণমূল – 4,74,89, (49.96%)
বিজেপি – 3,47,796, (36.59%)
সিপিএম – 71,080, (7.48%)
কংগ্রেস – 26,093, (2.74%)

◾যাদবপুর

তৃৃণমূল – 6,88,472, (47.91%)
বিজেপি – 3,93,233, (27.37%)
সিপিএম – 3, 02,264, (21.04%)

(কংগ্রেস প্রার্থী দেয়নি)

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version