Monday, November 24, 2025

আরপিজি গোষ্ঠীর সঙ্গে সফল গাঁটছড়ার পর এবার মোহনবাগানে ‘পরিবর্তন’। ক্লাবের সভাপতি পদে ফিরে এলেন স্বপন সাধন বোস, এবং সচিব পদে ক্লাবের তরুণ তুর্কি সৃঞ্জয় বোস। মোহনবাগানের যে এই পটপরিবর্তন হতে চলেছে তা প্রথম জানিয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

বাগানের সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায় সম্প্রতি প্রয়াত হন। তাঁর শূন্য আসনে নির্বাচন বাধ্যতামূলক ছিল। সোমবার ক্লাবের কর্মসমিতির সভায় একটি শূন্য পদ ভরাট করতে গিয়ে কার্যত ক্লাবের সব পদেই পরিবর্তন করতে হলো। সভাপতি পদে টুটু বোস নির্বাচিত হওয়ায় তাঁর ফেলে যাওয়া সচিব পদে নির্বাচিত হন সৃঞ্জয় বোস। এইভাবে সহ-সচিব পদে সত্যজিৎ চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ হলেন উত্তম সাহা, গ্রাউন্ড সেক্রেটারি হলেন মহেশ টেকরিওয়াল, হকি সেক্রেটারি হলেন সন্দীপন বন্দ্যোপাধ্যায়। আর প্রয়াত ক্লাব কর্তা অঞ্জন মিত্রর কন্যা সোহিনী মিত্র চৌবেকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। ক্লাব তাঁবুতে টুটু বোস বলেন, আমি বলেছিলাম মোহনবাগান আইএসএল খেলবে, এখনও বলছি। অন্য সব টুর্নামেন্টও খেলবে। আর নতুন সচিব সৃঞ্জয় বলেন, এটা আমার স্বপ্নের দিন। ছোটবেলা থেকে জড়িয়ে এই ক্লাবে। ৩৫-৩৬ বছর ধরে। দেবাশিসদার সঙ্গে একসাথে আগের মতোই কাজ করতে চাই। এখন ক্লাবের জন্য কিছু করতে পারলে খুশি হবো।

এদিন কর্মসমিতির সভায় মোহনবাগান এবং আরপিজি গোষ্ঠীর গাঁটছড়াকে সদস্যরা সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে ২০১৮-১৯-এর হিসাব পেশ করা হয়েছে। এই প্রথম বছরের হিসাব বছরে পেশ হলো। পরে তা এজিএমের জন্য পেশ করা হবে। এদিন সিদ্ধান্ত হয়, ২৭ জানুয়ারি হবে গীতানাথ গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা। এছাড়া ৩০ জানুয়ারি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের ৯০তম জন্মদিন পালন করা হবে ক্লাব তাঁবুতে।

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...
Exit mobile version