Wednesday, May 7, 2025

আরপিজি গোষ্ঠীর সঙ্গে সফল গাঁটছড়ার পর এবার মোহনবাগানে ‘পরিবর্তন’। ক্লাবের সভাপতি পদে ফিরে এলেন স্বপন সাধন বোস, এবং সচিব পদে ক্লাবের তরুণ তুর্কি সৃঞ্জয় বোস। মোহনবাগানের যে এই পটপরিবর্তন হতে চলেছে তা প্রথম জানিয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

বাগানের সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায় সম্প্রতি প্রয়াত হন। তাঁর শূন্য আসনে নির্বাচন বাধ্যতামূলক ছিল। সোমবার ক্লাবের কর্মসমিতির সভায় একটি শূন্য পদ ভরাট করতে গিয়ে কার্যত ক্লাবের সব পদেই পরিবর্তন করতে হলো। সভাপতি পদে টুটু বোস নির্বাচিত হওয়ায় তাঁর ফেলে যাওয়া সচিব পদে নির্বাচিত হন সৃঞ্জয় বোস। এইভাবে সহ-সচিব পদে সত্যজিৎ চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ হলেন উত্তম সাহা, গ্রাউন্ড সেক্রেটারি হলেন মহেশ টেকরিওয়াল, হকি সেক্রেটারি হলেন সন্দীপন বন্দ্যোপাধ্যায়। আর প্রয়াত ক্লাব কর্তা অঞ্জন মিত্রর কন্যা সোহিনী মিত্র চৌবেকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। ক্লাব তাঁবুতে টুটু বোস বলেন, আমি বলেছিলাম মোহনবাগান আইএসএল খেলবে, এখনও বলছি। অন্য সব টুর্নামেন্টও খেলবে। আর নতুন সচিব সৃঞ্জয় বলেন, এটা আমার স্বপ্নের দিন। ছোটবেলা থেকে জড়িয়ে এই ক্লাবে। ৩৫-৩৬ বছর ধরে। দেবাশিসদার সঙ্গে একসাথে আগের মতোই কাজ করতে চাই। এখন ক্লাবের জন্য কিছু করতে পারলে খুশি হবো।

এদিন কর্মসমিতির সভায় মোহনবাগান এবং আরপিজি গোষ্ঠীর গাঁটছড়াকে সদস্যরা সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে ২০১৮-১৯-এর হিসাব পেশ করা হয়েছে। এই প্রথম বছরের হিসাব বছরে পেশ হলো। পরে তা এজিএমের জন্য পেশ করা হবে। এদিন সিদ্ধান্ত হয়, ২৭ জানুয়ারি হবে গীতানাথ গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা। এছাড়া ৩০ জানুয়ারি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের ৯০তম জন্মদিন পালন করা হবে ক্লাব তাঁবুতে।

Related articles

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও...
Exit mobile version