Friday, May 16, 2025

আম আদমি পার্টি বা AAP- প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মনোনয়নপত্র জমা দিতে পারলেন টানা 6 ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর৷ নির্বাচন কমিশনের দফতরে মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দিতে যান৷ ঠিক সে সময়েই বিশাল সংখ্যক নির্দল প্রার্থী ভিড় করেন নিজেদের মনোনয়নপত্র জমা দিতে৷ ফলে কেজরি-র মনোনয়ন জমা দিতে দেরি হয়৷ যদিও AAP-এর দাবি, কেজরিওয়াল যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, সে জন্য বিজেপিই 40-50 জনকে ওখানে ঢুকিয়ে দেয়।কেজরিওয়ালের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সোমবার৷ কিন্তু পথসভা করতে গিয়ে ঠিক সময়ে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে পারেননি তিনি। তাই মঙ্গলবার, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনই, কমিশনের দফতরে যান৷

ওখানে পৌঁছে দেখেন, আগে থেকেই সেখানে ভিড় করে আছেন নির্দল প্রার্থীরা। কোনওরকমে কেজরি 45 নম্বর টোকেন জোগাড় করেন। এর পরেই শুরু হয় অপেক্ষা৷ টানা 6 ঘন্টা ধরে একে একে 44 জন নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করার পর সুযোগ পান কেজরি। এর পরই টুইট করেন কেজরি৷ সেখানে তিনি লেখেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছি। 45 নম্বর টোকেন পেয়েছি আমি। বহু মানুষ মনোনয়ন জমা দিতে এসেছেন। আমি খুশি যে এত মানুষ গণতন্ত্রে অংশ নিচ্ছেন।’’

এদিকে এই দেরির জন্য বিজেপির দিকেই তোপ দেগেছেন AAP নেতারা। অরবিন্দ কেজরিওয়াল যাতে শেষ দিনে মনোনয়নই জমা দিতে না পারেন, সেজন্য বিজেপি-ই 40-45 জনকে প্রার্থী সাজিয়ে নির্বাচন কমিশনের অফিসে ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ করছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া৷ তিনি বলেছেন, ‘‘কেজরির আগে লাইনে 45 জনকে দাঁড় করানো হয়েছিলো। ইচ্ছাকৃত ভাবে তাঁদের জন্য বিশাল সময় খরচ করছে নির্বাচন কমিশন। এমনকি যাদের নথিপত্র অসম্পূর্ণ, তাঁদের জন্যও সময় দেওয়া হয়েছে। এ সব করেও অরবিন্দ কেজরিওয়ালকে আটকানো যাবে না বলে মন্তব্য করেন সিসৌদিয়া।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version