Saturday, November 8, 2025

পরিবেশ বান্ধব থেকে গিফট কুপন, বৃদ্ধাশ্রমে বই প্রদান! অভিনবত্বে ভরা এবারের বইমেলা

Date:

বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু! গিল্ড বইয়ের প্রসারে দায়বদ্ধ। এই চিরাচরিত দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বরিষ্ঠ মানুষদের প্রতি সম্মান দেখিয়ে এবছর বইমেলা থেকে বেশকিছু অর্থমূল্যের বই প্রদান করা হবে শহরের কয়েকটি বৃদ্ধাশ্রমে। যা কলকাতা আন্তর্জাতিক বইমেলার ইতিহাসে এই প্রথম।

এর পাশাপাশি বুক গিফট কুপনের ব্যবস্থা করা হয়েছে ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। যার নাম রাখা হয়েছে “বই কিনুন লাইব্রেরি জিতুন”! প্রতিদিন সেখানে আয়োজন করা হবে লটারি এবং প্রতি ১৫জন ভাগ্যবান বিজেতা প্রত্যেকে পাবেন মেলা থেকে বই কেনার জন্য ১০০০ টাকার অর্থাৎ মোট ১৫হাজার টাকার গিফট কুপন।

এবারের বইমেলা হচ্ছে পরিবেশবান্ধবও। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দফতর এগিয়ে এসেছে ২০২০ সালের বইমেলাকে পরিবেশবান্ধব বইমেলা গড়ে তোলার জন্য।
গাড়ি পার্কিং-এর জন্য যথারীতি আলাদা জায়গার সঙ্গে এবার বইমেলায় করা হচ্ছে সাইকেল স্ট্যান্ড।

এবার বইমেলায় থাকবে ৬০০টি বুক স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিন স্টল। থাকবে একাধিক খাবারের স্টলও। ৯টি তোরণ, যার প্রতিটি দিয়ে মেলায় ঢোকা এবং বেরনো যাবে। থিম গেট হচ্ছে রাশিয়ার বিশ্বখ্যাত বলশয় থিয়েটারের আদলে। মেলায় দুটি হল হচ্ছে নবনীতা দেব সেন এবং গিরিশ কারনাড-এর নামে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে সুভাষ মুখোপাধ্যায়ের নামে। থাকছে শুভ দত্ত মিডিয়া কর্নার। সাহিত্য সম্মান-২০২০ প্রদান করা হবে নৃসিংহ প্রসাদ ভাদুরিকে।

এবার বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতার লিটারেচার ফেষ্টিভেল। যা বইমেলার মধ্যেই হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি। ফেস্টিভ্যালে ভানু-জহর শতবর্ষ, বিদ্যাসাগর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রভৃতি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন-চুক্তিভিত্তিক কর্মীদের বাজেটের আগে সুখবর শোনাল সুপ্রিম কোর্ট

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version