” সরকারের ভালোকে ভালো বলুন। খারাপকে খারাপ। নাগরিকত্ব বিতর্ক খারাপ। এর প্রতিবাদ হোক। আবার ডিজিটাল রেশন কার্ড ভালো। এতে ভুয়ো কার্ড বাতিল হয়ে দুর্নীতি কমছে। স্পষ্টভাবে নিরপেক্ষ বিচার করতে হবে।” বক্তা মন্ত্রী ও সিনিয়র তৃণমূল নেতা সাধন পান্ডে। যোগীপাড়া আনন্দম্ আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণে। উপস্থিত ছিলেন সাংবাদিক কুণাল ঘোষ, শিক্ষাবিদ কামাল হোসেন প্রমুখ।
