Saturday, May 17, 2025

চলতি বছরেই পশ্চিমবঙ্গে রাজ্যসভার 5 আসনে নির্বাচন হবে৷ 5টির মধ্যে 4টি আসন রয়েছে তৃণমূলের দখলে৷ নিজেদের দখলে থাকা 4 আসন ফের নিজেদের দখলে রাখতে তৃণমূলের কোনও সমস্যাই নেই৷ তৃণমূল অন্দরের খবর, এই 4 আসনে দলের প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তালিকায় যথেষ্ট চমক আছে৷

এদিকে রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন না’কি ঘনিষ্ঠ মহলে বলেছেন, ‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভালো বক্তা। ওকে প্রার্থী করলে দলের লাভ হবে’à§· ঋতব্রত-র সাংসদ পদের মেয়াদও শেষ হচ্ছে একইসঙ্গে à§· সিপিএম প্রার্থী হিসেবে ঋতব্রত রাজ্যসভায় গেলেও পরবর্তীকালে শৃঙ্খলাভঙ্গের অপরাধে
দল তাঁকে বহিষ্কার করে৷ দল থেকে বহিষ্কৃত হলেও রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেননি ঋতব্রত৷ ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠেন ডেরেকের৷ সংসদের চালু কথা, ঋতব্রত এখন ডেরেক-লবির সাংসদ৷ ঋতব্রত এখন ‘নির্দল’ হিসাবেই সাংসদ পদে আছেন৷ ডেরেক চাইছেন তৃণমূল এবার রাজ্যসভায় ঋতব্রতকে প্রার্থী করুক৷ কিন্তু দু’টি ভিডিও ঋতব্রতকে তৃণমূলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে৷ প্রথম ভিডিওটি দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের উপর হামলার, যেখানে দেখা গিয়েছে দলবল নিয়ে ঋতব্রত নিজেই অমিত-নিগ্রহের নেতৃত্ব দিচ্ছেন৷ আর দ্বিতীয় ভিডিওটি প্রায় সবার দেখা, ঋতব্রত’র সেক্সভিডিও। তাছাড়া আজ পর্যন্ত দলের কাজে এক মিনিটের জন্যও কোথাও সামিল হননি ঋতব্রত৷ ফলে ডেরেক দরবার করলেও, তা কতখানি ফলপ্রসূ হবে, সে বিষয়ে সন্দেহ আছে৷

তৃণমূলের যে 4 জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হতে চলেছে, তাঁরা হলেন মণীশ গুপ্ত, আহমেদ হাসান ইমরান, যোগেন চৌধুরি ও কে ডি সিং৷ সূত্রের খবর, কে ডি সিং-র উপরে তৃণমূল নেতৃত্ব ভীষণই ক্ষুব্ধ৷ ক্ষোভ এতটাই যে, বড় ধরনের কোনও অঘটন না ঘটলে তৃণমূল থেকে কে ডি সিংয়ের পুনরায় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই৷ দলীয় হুইপ থাকার সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভোটাভুটিতে কে ডি সিং রাজ্যসভায় অনুপস্থিত ছিলেন৷ বর্ষীয়ান সাংসদ তথা বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরি ইতিমধ্যেই দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, তিনি আর দাঁড়াতে চান না৷ রাজ্যসভায় দলের ডেপুটি লিডার মণীশ গুপ্ত ও সাংসদ আহমেদ হাসান ইমরানের পুনরায় মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী৷ শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে কলকাতার একটি কেন্দ্রে প্রার্থী করা হবে মণীশ গুপ্তকে৷ তাঁকে মন্ত্রিসভায় ফেরাতে দল আগ্রহী৷

এদিকে যাবতীয় আগ্রহ তৈরি হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসনটি নিয়ে৷ কংগ্রেস এবং বামেরা ঐক্যমতের ভিত্তিতে একজনকে প্রার্থী করলে, দু’দলের মিলিত ভোটে তিনি জিতবেন৷ শোনা যাচ্ছে, সিপিএম এবার দলীয় বিধি সংশোধন করে দলের সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় ফেরাতে চায়৷ এই নামে আপত্তি নেই কংগ্রেসেরও৷ তবে কারাত-লবি চাইছে প্রার্থী করা হোক মহম্মদ সেলিমকে৷ সেলিমের নামে ঘোরতর আপত্তি আছে কংগ্রেসের৷ এই সেলিমের কিছু অবিবেচক মন্তব্যের কারনেই গত লোকসভা নির্বাচনে কং-বাম আসন সমঝোতা বা জোট হয়নি৷ তাই এই নামে কংগ্রেস কতখানি একমত হবে, তা সন্দেহ৷

তৃণমূল সূত্রের খবর, এই 4 আসনে প্রার্থী করে তৃণমূল রাজ্যসভায় পাঠাচ্ছে রাজ্যের দুই প্রবীন মন্ত্রীকে৷ বাকি 2 আসনে প্রার্থী হতে চলেছেন গত লোকসভা নির্বাচনে পরাজিত হওয়া দীনেশ ত্রিবেদি এবং অর্পিতা ঘোষ৷ রাজ্য সরকারের এই দুই মন্ত্রী হলেন, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ সুব্রত মুখোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে বাকুঁড়া কেন্দ্রে প্রার্থী ছিলেন, কিন্তু পরাজিত হন৷ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে ক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ কেন্দ্রে থাকতে পারে বৃহত্তম চমক ৷

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version