রোজভ্যালি কাণ্ডে এবার পাসপোর্ট এবং ইমিগ্রেশন দফতরে অভিযান চালালেন ইডির আধিকারিকরা। ইডির প্রাক্তন তদন্তকারী অফিসার মনোজ কুমার এবং রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রীর বিদেশ যাতায়াতের খুঁটিনাটি তথ্য সংগ্রহই ছিল মূল উদ্দেশ্য।

মনোজ কুমার যখন রোজভ্যালি কান্ডে তদন্তের দায়িত্বে ছিলেন, সেই সময় থেকেই অভিযোগ উঠেছিল গৌতম কুন্ডু স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক যোগাযোগ রয়েছে। এ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ে ইডির দফতরে। অভিযোগ ছিল, রোজভ্যালির টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং মনোজ ও শুভ্রা বহুবার একসঙ্গে বিদেশে গিয়েছেন। সেই কারণে বিগত পাঁচ বছরে মনোজ ও শুভ্রার বিদেশ ভ্রমণ ও ইমিগ্রেশনের তথ্য চাওয়া হয়েছে। এই তথ্য দিন সাতেকের মধ্যে ইডির কাছে চলে আসবে বলে খবর। যদি দেখা যায়, দুজনের বিদেশে যাওয়ার সময় কার্যত একই সময়ে তাহলে ফের দুজনকেই জেরা করা হতে পারে। প্রয়োজনে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। কারণ ইডির কাছে খবর রয়েছে, মনোজ ও শুভ্রা একসঙ্গে দুবাইতে বেশ কয়েক দিন ছিলেন।
