Friday, November 21, 2025

প্রথা মেনে ঘন্টা বাজিয়ে কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

শুরু হয়ে গেল ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ বছরও বইমেলার আসর বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। আজ, মঙ্গলবার রীতি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে এই গর্বের বইমেলার সূচনা করলেন। উপস্থিত ছিলেন এবারের বইমেলার থিম কান্ট্রি রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত কুদাশেভ নিকোলায়া রাস্তোভিচ। ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহ প্রসাদ ভাদুড়িও।

এদিন বইমেলার উদ্বোধনের আগে কলকাতা পুলিশের স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশও করেন তিনি।

এদিকে কলকাতা বইমেলা উপলক্ষে বিশেষ বাসের যেমন ব্যবস্থা করা হয়, তেমনটা তো আছেই। এছাড়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা গত বছরের মতোই এবছরও বইমেলার প্যাকেজ ট্যুরের বন্দোবস্তও করেছে। বইমেলা শুরু ও শেষের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি ছাড়াও ১ ফেব্রুয়ারি, ২ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি এই প্যাকেজ ট্যুরে বইমেলায় আসতে পারবেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার বইপ্রেমীরা।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি জেলার বিভিন্ন জায়গা ছাড়াও আসানসোল ও দুর্গাপুর থেকে বাস ছেড়ে বইমেলা আসবে। প্যাকেজ ট্যুরে বইমেলা যাত্রীদের লাঞ্চ ও পানীয় জল দেওয়ার বন্দোবস্তও করা হয়েছে।

গত বছর বইমেলার জন্য শহরে ৩৫০ বাসের বন্দোবস্ত করা হয়েছিল। এবার মোট ৪০০টি বাস চলবে বলে জানানো হয়েছে।

Related articles

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির...

এসএসসি ভেরিফিকেশনে অনুপস্থিত উত্তীর্ণরা: খুলবে অনুত্তীর্ণদের পথ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস...

নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of...
Exit mobile version