Saturday, August 23, 2025

প্রথা মেনে ঘন্টা বাজিয়ে কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

শুরু হয়ে গেল ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ বছরও বইমেলার আসর বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। আজ, মঙ্গলবার রীতি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে এই গর্বের বইমেলার সূচনা করলেন। উপস্থিত ছিলেন এবারের বইমেলার থিম কান্ট্রি রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত কুদাশেভ নিকোলায়া রাস্তোভিচ। ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক নৃসিংহ প্রসাদ ভাদুড়িও।

এদিন বইমেলার উদ্বোধনের আগে কলকাতা পুলিশের স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশও করেন তিনি।

এদিকে কলকাতা বইমেলা উপলক্ষে বিশেষ বাসের যেমন ব্যবস্থা করা হয়, তেমনটা তো আছেই। এছাড়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা গত বছরের মতোই এবছরও বইমেলার প্যাকেজ ট্যুরের বন্দোবস্তও করেছে। বইমেলা শুরু ও শেষের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি ছাড়াও ১ ফেব্রুয়ারি, ২ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি এই প্যাকেজ ট্যুরে বইমেলায় আসতে পারবেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার বইপ্রেমীরা।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি জেলার বিভিন্ন জায়গা ছাড়াও আসানসোল ও দুর্গাপুর থেকে বাস ছেড়ে বইমেলা আসবে। প্যাকেজ ট্যুরে বইমেলা যাত্রীদের লাঞ্চ ও পানীয় জল দেওয়ার বন্দোবস্তও করা হয়েছে।

গত বছর বইমেলার জন্য শহরে ৩৫০ বাসের বন্দোবস্ত করা হয়েছিল। এবার মোট ৪০০টি বাস চলবে বলে জানানো হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version