দেশদ্রোহের মামলায় জেএনইউ-এর ছাত্র ও শাহিনবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সারজিল ইমামকে গ্রেফতার করা হয়েছে। বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার হয়েছে এই ছাত্র। গত কয়েকদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ। শাহিনবাগ আন্দোলনকে ঘিরে প্রকাশিত এক ভিডিওতে তাঁকে ভারত ভাগ ও অসম রাজ্যকে ভাগ করার উসকানিমূলক হুমকি দিতে দেখা যায়। এরপর দিল্লি ও অসম পুলিশের পক্ষ থেকে সারজিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

আরও পড়ুন-CAA-তে একাধিক নতুন শর্ত চাপাতে চলেছে কেন্দ্র

