সরস্বতী পুজোর দিন এক অসাধারণ ঘটনার সাক্ষী হয়ে রইলো টাকী বয়েজ স্কুলের প্রাক্তনীদের সংগঠন “টিব্যাক”। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হলো টাকী বয়েজ স্কুলের ইতিহাস সম্বলিত পূর্ণাঙ্গ তথ্যচিত্র “সাজঘর”-এর সিডি। যেটি তৈরির নেপথ্যে “টিব্যাক”-এর তিন সদস্য সায়নজিৎ ভৌমিক, শুভজিৎ কুণ্ডু এবং সীমন্ত রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক ও টিব্যাক-এর প্রাক্তনী শ্রী কুনাল ঘোষ, টিব্যাক এর সাধারণ সম্পাদক পার্থ সারথি সাহা, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ সেনগুপ্ত এবং বাকি সদস্যবৃন্দ । একই সঙ্গে উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক রঞ্জন বন্দোপাধ্যায়।
