দেশে মধ্যে সাক্ষরতার হারে হিসেবে সামনের সারিতে উঠে এসেছে খড়দহ। এ রাজ্যের মেদিনীপুর দীর্ঘদিন সাক্ষরতায় সেরার আসন দখল করে রেখেছিল। এবার সবাইকে পিছনে ফেলে এগিয়ে এসেছে খড়দহ। শহরের এই সাফল্যকে উদযাপন করতে খড়দহের সারস্বত সমাজ ও দারুচিনি পরিবারের উদ্যোগে জেলার ১০ কৃতি মানুষকে সম্বর্ধনা জ্ঞাপন করা হল।
মঙ্গলবার এক অনুষ্ঠানে বেলুড়মঠের প্রেসিডেন্ট সুবীরানন্দ মহারাজ, অভিনেতা শংকর চক্রবর্তী, গবেষক দীপ্তেন্দু গঙ্গোপাধ্যায়ের মত বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয়। শুধু খড়দহ শহরে নয় উত্তর 24 পরগনা জেলা জুড়ে সাক্ষরতার আলো ছড়িয়ে দেওয়ার বার্তা দেন সকলে।


