দেশে মধ্যে সাক্ষরতার হারে হিসেবে সামনের সারিতে উঠে এসেছে খড়দহ। এ রাজ্যের মেদিনীপুর দীর্ঘদিন সাক্ষরতায় সেরার আসন দখল করে রেখেছিল। এবার সবাইকে পিছনে ফেলে এগিয়ে এসেছে খড়দহ। শহরের এই সাফল্যকে উদযাপন করতে খড়দহের সারস্বত সমাজ ও দারুচিনি পরিবারের উদ্যোগে জেলার ১০ কৃতি মানুষকে সম্বর্ধনা জ্ঞাপন করা হল। 