মুকেশের আর্জি খারিজ হলেও পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হবে তো?

সুপ্রিম কোর্টে মুকেশ সিংয়ের আর্জি খারিজ হলেও নির্ভয়াকাণ্ডের দোষীদের নির্দিষ্ট দিনে ফাঁসির সম্ভাবনা কম। কারণ, বৃহস্পতিবার, অক্ষয় সিংয়ের কিউরেটিভ পিটিশন জমা পড়েছে৷ যদি বৃহস্পতিবারই অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হয়, আর বৃহস্পতি-শুক্রবার অক্ষয় প্রাণভিক্ষার আবেদন করে, তা খারিজ হলেও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের জন্য আরও ৭ দিন সময় পাওয়া যাবে৷ একদিনের মধ্যেও যদি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করেন, তাহলেও ১ ফেব্রুয়ারি একজনের ফাঁসি হবে না৷ কারণ, আইন অনুযায়ী প্রাণভিক্ষার আবেদন খারিজ এবং ফাঁসির মধ্যে কমপক্ষে ১৪ দিনের ব্যবধান থাকতে হবে৷ সেক্ষেত্রে ফাঁসির দিন ধার্য হবে ১৫ ফেব্রুয়ারি বা তার পরের কোনও দিন৷

এরপরেও বাকি থাকছে পবনের কিউরেটিভ এবং প্রাণভিক্ষার আবেদন৷ সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে আইনজীবী মহল।