বৃহস্পতিবার দুপুরে দিল্লির জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পড়ুয়াদের মিছিলে গুলি চালানো বন্দুকবাজ যুবকের পরিচয় অবশেষে প্রকাশ করল দিল্লি পুলিশ। যুবকের নাম ‘রামভক্ত’ গোপাল শর্মা (৩১)। তার বাড়ি উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগরের জেওয়ার এলাকায় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রাজধানী দিল্লির জামিয়ায় এদিন CAA বিরোধী মিছিল শুরু আগেই চলে গুলি। CAA বিরোধী এক প্রতিবাদী মিছিল হওয়ার কথা ছিল জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত। যদিও পুলিশ রাজঘাটে যাওয়ার জন্য মিছিলকে অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিছিল শুরু হওয়ারই প্রস্তুতি চলছিল। সেই সময় মিছিল শুরুর আগেই এক যুবক প্রকাশ্যে পিস্তল বের করে গুলি চালায়। তার গুলিতে জখম হয়েছেন অন্য এক যুবক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, জামিয়ার আন্দোলনকারী পড়ুয়াদের এবিষয়ে বক্তব্য, এই ঘটনাকে একেবারেই তাঁরা সমর্থন করেন না। তাঁরা অহিংসায় বিশ্বাসী এবং যেভাবে এদিন আন্দোলন করছিলেন সেই অহিংসভাবেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি, বিরাট পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক বন্দুক বের করে গুলি চালাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।
