ব্যাঙ্ক ধর্মঘট আর রবিবার সহ তিনদিন ব্যাঙ্ক বন্ধ। তার জেরে টান এটিএমও। দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের প্রথমদিনই ভোগান্তি। শুক্রবার, সকাল থেকে এটিএমর সামনে লম্বা লাইন। কলকাতার এটিএমে সকালের দিকে টাকা মিললেও, জেলাগুলির অনেক এটিএমে টাকা নেই বলে অভিযোগ।
বেতন বৃদ্ধির দাবিতে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেয় ৯টি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কও রয়েছে। তবে হাসপাতাল ও জরুরি পরিষেবা সংলগ্ন এলকায় এটিএম পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পর পর ২দিন ব্যাঙ্ক ধর্মঘট ও পরের দিন রবিবার হওয়ায় টানা ৩দিন ব্যাঙ্ক বন্ধ। স্বাভাবিক ভাবেই চরম ভোগান্তির মুখে গ্রাহকেরা।
