অস্বাভাবিক ফি-বৃদ্ধির প্রতিবাদে এবার অভিভাবক বিক্ষোভ সাউথপয়েন্ট স্কুলে। অভিযোগ, আগামী শিক্ষাবর্ষ থেকে ৩০ শতাংশ ফি বৃদ্ধি করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। গত বছর ১৫০০টাকা ফি বৃদ্ধির পর এবছর তা আরও ৪ হাজার টাকা বাড়ানো হচ্ছে। যা মাত্রাতিরিক্ত।

তারই প্রতিবাদে আজ, শুক্রবার সকাল থেকেই দক্ষিণ কলকাতায় স্কুল চত্বরে রাস্তায় বসে বিক্ষোভে দেখাচ্ছেন অভিভাবকরা। দাবি, বেতন বাড়ানোর ঘোষণা তুলে না নেওয়া পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা। দ্রুত কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত কার্যকরী না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। বেতন বৃদ্ধির প্রতিবাদে গড়িয়াহাট মোড় অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে অভিভাবকদের পক্ষ থেকে।
