Thursday, August 21, 2025

বিনয়ের আর্জি খারিজ হতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি অক্ষয়ের

Date:

বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে যেতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল নির্ভয়াকাণ্ডের অপর দোষী অক্ষয় ঠাকুর সিং। পয়লা ফেব্রুয়ারিই সকাল ৬টায় নির্ভয়াকাণ্ডের চার দোষীর ফাঁসি কার্যকর হওযার কথা ছিল। কিন্তু আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর হওয়ায় স্থগিতাদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির কাছে বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে গিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। শনিবারই ওই মামলার অন্যতম আসামী অক্ষয় ঠাকুর সিং, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করেছে। চার দোষীর মধ্যে একমাত্র মুকেশ সিংহের সামনে আর কোনও আইনি সুবিধা নেওয়ার পথ খোলা নেই। এদিকে এখনও প্রাণভিক্ষার আর্জি জানায়নি আর এক অপরাধী পবন গুপ্ত। এখনও তার সামনে ফাঁসির আদেশ চ্যালেঞ্জ করার আইনি পথ খোলা রয়েছে। আর ফাঁসির সাজা এড়ানোর মুকেশ সিংহের সামনে আর কোনও আইনি পথ খোলা নেই।

নিয়ম অনুযায়ী, একই অপরাধে সাজাপ্রাপ্তদের ফাঁসি একই দিনে কার্যকর করতে হবে। সেই কারণে শনিবার শুধু মুকেশের ফাঁসি হওয়া সম্ভব ছিল না। এই যুক্তিতে চারজনেরই ফাঁসি পিছিয়ে দেন পাতিয়ালা হাউসকোর্টের বিচারক ধর্মেন্দ্র রানা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version