পৃথক রেল বাজেট নেই। তাই বাজেটের মধ্যেই রইল রেলের জন্য সরকারের নির্দিষ্ট লক্ষ্য। অর্থমন্ত্রী জানালেন, আগামী আর্থিক বছরে ২৭হাজার কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণ হবে। পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ভ্রমণের জায়গাগুলিকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে তেজসের মতো আরও বেশ কিছু ট্রেন দেশ জুড়ে চালু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে পিপিপি মডেলকে জনপ্রিয় করেছিলেন, সেই মডেলেই চারটি রেল স্টেশনকে মডেল স্টেশন হিসাবে সাজানো হবে। রেলের পাশের যে অব্যবহৃত জমি রয়েছে, সেই জমিগুলিতে সোলার পাওয়ার স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। দেশের ৫৫০টি রেল স্টেশনকে সম্পূর্ণ ওয়াই ফাই যুক্ত করা হবে।

আরও পড়ুন-Budget 2020 : দেশে আরও বিমানবন্দর

