আশঙ্কার কালো মেঘ দালাল স্ট্রিটে! বাজেট পেশের আগেই বিরাট পতন শেয়ার বাজারে

আজ, শনিবার দ্বিতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশ শুরু হয়েছে। কিন্তু তার আগেই বিরাট পতন ঘটল শেয়ার বাজারে। এদিন বাজার খুলতেই সেনসেক্স সূচকের পতন হয় ৩০০ পয়েন্ট। নিফটিও ১৫০ পয়েন্ট পড়ে গিয়েছে। সম্পূর্ণ বাজেট পেশের পরই এই পতন আরও বাড়তে পারে বলে মনে করছে দালাল স্ট্রিট।

আরও পড়ুন-ফের বৃষ্টি? আবার নামল পারদ