Sunday, November 9, 2025

কেন্দ্রীয় বাজেটে LIC শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল শহরের বুকে

Date:

এবার কেন্দ্রীয় বাজেটে ঐতিহ্যবাহী ভারতীয় জীবনবিমা নিগম (LIC)-এর কিছু শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে তীব্র আতঙ্ক ও আলোড়ন তৈরি হয়েছে লক্ষ লক্ষ এজেন্ট এবং আমানতকারীদের মধ্যে। এমনকী জীবনবিমা সংস্থার কর্মীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। আর সেই আতঙ্ক থেকেই বিক্ষোভ-আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে শ্রমিক ইউনিয়নগুলি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় এলআইসি কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।

একই ভাবে, কলকাতায় চাঁদনি চকে এলআইসি অফিসে বিক্ষোভ দেখাল ছাত্র ও যুব কংগ্রেসের সদস্যরা। আজ সোমবার সকাল থেকে কলকাতায় জীবনবিমা সংস্থার দফতরের গেট আটকে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, মোদি সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের খেলায় মেতে উঠেছে। দেশকে বিক্রি করার চক্রান্ত করছে বিজেপি সরকার। তারই প্রতিবাদে আজ তাদের এই বিক্ষোভ। যদি কেন্দ্র অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, সেক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ শেষে এদিন মোদি-অমিত শাহ এবং নির্মলা সীতারামনের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেস সমর্থকরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে গোটা দেশে এই জীবনবিমা নিগমের গ্রাহক সংখ্যা ৩২ কোটি। বিক্ষোভকারীরে জানাচ্ছেন, এত বছর ধরে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে চলা জীবনবিমা নিগমেরও বিলগ্নিকরনের তীব্র বিরোধিতা করছেন তাঁরা।

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদে কর্মসংস্থানের সিদ্ধান্ত

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version