Thursday, August 28, 2025

তিনি শীর্ষ গোয়েন্দাকর্তা। এলাকায় এই পরিচয় নিয়েই বেশ দাপট, মেজাজেই চলছিলেন। কিন্তু কলকাতা পুলিশের তদন্তে সামনে এলো উল্টো তথ্য। গোয়েন্দা তো নন বরং জালিয়াতি করে দিন কাটে শীর্ষ গোয়েন্দাকর্তা পরিচয় দেওয়া অচিরা রায় নামে ওই মহিলার। এই ভুয়ো পরিচয়কে হাতিয়ার করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকাও হাতিয়েছেন তিনি।

সতব্রত বসু নামে বছর তেইশের এক যুবক পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত ওই মহিলা তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫লাখ টাকা নিয়েছেন। বাঁশদ্রোণীর বাসিন্দা ওই যুবকের চাকরি হয়নি। উপরন্তু টাকা ফেরৎ চাইলে এই মহিলা হুমকি দেন বলে অভিযোগ।

ওই যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং পূর্ব যাদবপুর থানা। তদন্তে নেমেই অচিরা রায়কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মহিলাকে জেরা শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা অসমের তিনসুকিয়ার বাসিন্দা। তাঁর স্বামী মহাবীরপ্রসাদ যাদব ছিলেন কেন্দ্রীয় শুল্ক দফতর (কাস্টমস)-এর পদস্থ কর্তা। ২০১৭ সালে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, জেরায় ওই মহিলা দাবি করেছেন, তাঁর বাবা সুবোধচন্দ্র চৌধুরী ছিলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন বনকর্তা। কলকাতা পুলিশের এক তদন্তকারী আধিকারিক জানান, ওই মহিলার দাবি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর স্বামী শুল্ক দফতরে কাজ করতেন। সেই সূত্রেই কলকাতা বন্দর এবং শহরের বিভিন্ন জায়গায় কর্মরত বেশ কিছু আমলার সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। সেই পরিচয় কাজে লাগিয়ে তিনি নিজেকে ‘ইনটেলিজেন্স ব্যুরো’র আইজি পদমর্যাদার আধিকারিক বলে পরিচয় দিতেন। তাঁর কাছ থেকে একটি ভুয়ো পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। ভুয়ো পরিচয়ে আর কার কার থেকে অচিরা টাকা নিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version