Tuesday, November 4, 2025

গোয়েন্দা পরিচয়ে জালিয়াতি, পুলিশের জালে ‘দাপুটে’ মহিলা

Date:

তিনি শীর্ষ গোয়েন্দাকর্তা। এলাকায় এই পরিচয় নিয়েই বেশ দাপট, মেজাজেই চলছিলেন। কিন্তু কলকাতা পুলিশের তদন্তে সামনে এলো উল্টো তথ্য। গোয়েন্দা তো নন বরং জালিয়াতি করে দিন কাটে শীর্ষ গোয়েন্দাকর্তা পরিচয় দেওয়া অচিরা রায় নামে ওই মহিলার। এই ভুয়ো পরিচয়কে হাতিয়ার করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকাও হাতিয়েছেন তিনি।

সতব্রত বসু নামে বছর তেইশের এক যুবক পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত ওই মহিলা তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫লাখ টাকা নিয়েছেন। বাঁশদ্রোণীর বাসিন্দা ওই যুবকের চাকরি হয়নি। উপরন্তু টাকা ফেরৎ চাইলে এই মহিলা হুমকি দেন বলে অভিযোগ।

ওই যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং পূর্ব যাদবপুর থানা। তদন্তে নেমেই অচিরা রায়কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মহিলাকে জেরা শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা অসমের তিনসুকিয়ার বাসিন্দা। তাঁর স্বামী মহাবীরপ্রসাদ যাদব ছিলেন কেন্দ্রীয় শুল্ক দফতর (কাস্টমস)-এর পদস্থ কর্তা। ২০১৭ সালে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, জেরায় ওই মহিলা দাবি করেছেন, তাঁর বাবা সুবোধচন্দ্র চৌধুরী ছিলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন বনকর্তা। কলকাতা পুলিশের এক তদন্তকারী আধিকারিক জানান, ওই মহিলার দাবি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর স্বামী শুল্ক দফতরে কাজ করতেন। সেই সূত্রেই কলকাতা বন্দর এবং শহরের বিভিন্ন জায়গায় কর্মরত বেশ কিছু আমলার সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। সেই পরিচয় কাজে লাগিয়ে তিনি নিজেকে ‘ইনটেলিজেন্স ব্যুরো’র আইজি পদমর্যাদার আধিকারিক বলে পরিচয় দিতেন। তাঁর কাছ থেকে একটি ভুয়ো পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। ভুয়ো পরিচয়ে আর কার কার থেকে অচিরা টাকা নিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version