Thursday, November 20, 2025

একেবারে হিসেব কষে দলকে ফাইনালে নিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল ও দিব্যাংশ সাক্সেনা। লক্ষ্যমাত্রা ছিল ১৭৩। সেখানে তাড়াহুড়ো করার দুরন্ত শতরান করলেন যশস্বী। ১১৩ বলে অপরাজিত থাকলেন ১০৫ রানে। ইনিংসে রয়েছে আটটি চার ও পাঁচটি ছয়। ছয় মেরে শতরান পূর্ণ করার পাশাপাশি উইনিং স্ট্রোকও এল যশস্বীর ব্যাট থেকেই।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাক শিবির থেকে বলা হয়েছিল, আর পাঁচটা ম্যাচের মতোই দেখছি ভারত ম্যাচ। বরং একপেশে ম্যাচ হল পোচেস্ট্রমে!‌
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জুনিয়র পাক দল। কিন্তু ভারতের তরুণ বোলারদের সামনে কখনোই সুবিধা করতে পারেনি ফাহাদ মুনির, কাসিম আক্রামরা। লড়েছেন একমাত্র হায়দার আলি (‌৫৬)‌ ও অধিনায়ক রোহেল নাজির (‌৬২)‌। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় কখনোই দানা বাঁধেনি পাক ইনিংস। চেষ্টা করেছিলেন হায়দার আলি ও রোহেল নাজির। কিন্তু যশস্বীর বলে হায়দার ফিরতেই চাপে পড়ে যায় পাক। অন্যদিকে রোহেলকে ফেরান সুশান্ত মিশ্র। মহম্মদ হ্যারিসের (‌২১)‌ চেষ্টাও ছিল সাময়িক। ভারতীয় বোলারদের দাপটে পাকিস্তান শেষ ছয় উইকেট হারায় মাত্র ২৭ রানে। ৪৩.‌১ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় পাক ইনিংস। ভারতীয়দের মধ্যে সেরা সুশান্ত মিশ্র। তাঁর বোলিং গড় ৮.‌১–০–২৮–৩।
জবাবে ১০ উইকেটে পাক বধ করে ভারত চলে গেল ফাইনালে। যশস্বীর সঙ্গে দিব্যাংশ সাক্সেনার খেললেন ৯৯ বলে ৫৯ রানের ইনিংস। ছয়টি চার মারলেন সাক্সেনা। খেলা শেষ হয়ে গেল ৩৫.‌২ ওভারেই। ভারত তুলল বিনা উইকেটে ১৭৬। কোনও পাক বোলারকেই রেয়াত করেননি ভারতের দুই ওপেনার।

Related articles

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...

তিন শীর্ষ নেতা-সহ অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী! 

এবার অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh)গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে (Maoists)। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর...

মানসিক নির্যাতন-অপমান! শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী দিল্লির কিশোর

দিনের পর দিন স্কুলের শিক্ষকদের দ্বারা মানসিক নির্যাতন। দিল্লির রাজেন্দ্র প্লেস স্টেশনে (Rajendra place station) মেট্রোর সামনে ঝাঁপ...
Exit mobile version