Thursday, November 20, 2025

ইস্তেহার প্রকাশ করে বিজেপি-কে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

Date:

দিল্লির নির্বাচনের বাকি হাতে গোনা ৪ দিন। এতদিনে ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি। বিজেপি ও কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর শেষ দফায় মঙ্গলবার, দিল্লির নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেন অরবিন্দ কেজরিওয়াল। আপ সূত্রে খবর, ইস্তেহারের খসড়া তৈরি করেছেন অতিশি, জ্যাসমিন শাহ এবং প্রাক্তন কংগ্রেস সাংসদ অজয় কুমার। নির্বাচনী ইস্তেহারে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়েছে আপ।

জল ও বায়ুদূষণে দিল্লির স্থান দেশের মধ্যে সবার উপরে। এই পরিস্থিতিতে দূষণমুক্ত দিল্লি গড়ে তোলার প্রতিশ্রুতি হয়েছে ইস্তেহারে। দেওয়া হয়েছে স্বচ্ছ পানীয় জলের প্রতিশ্রুতিও। পাশাপাশি, উচ্চমানের শিক্ষা, স্বাস্থ্য, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, বাড়ি বাড়ি রেশন সরবরাহ, ১০ লক্ষ প্রবীণ নাগরিককে বিনামূল্যে তীর্থযাত্রা করার আশ্বাসও দেওয়া হয়েছে।
ইস্তেহার প্রকাশ করে আপ নেতা তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছোড়েন বিজেপিকে। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যেই বিজেপি‌র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুক গেরুয়া শিবির।
একই সঙ্গে শাহিনবাগ আন্দোলন নিয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই শাহিনবাগ আন্দোলনকে জিইয়ে রেখেছেন অমিত শাহ। কেজরিয়াল প্রশ্ন তোলেন, শক্তিশালী ও প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন আন্দোলন তুলতে পারছেন না অমিত শাহ? এরপরেই বিজেপি-কে কটাক্ষ করে আপ নেতা বলেন, দিল্লির নির্বাচনে শাহিনবাগ ছাড়া বিজেপির আর কোনও ইস্যু নেই। রাস্তা আটকে শাহিনবাগের অবস্থানের জেরে তীব্র যানজট দেখা দিচ্ছে দক্ষিণ দিল্লি থেকে নয়ডা যাওয়ার রাস্তায়। সংবাদ মাধ্যমে কেজরিওয়াল জানান, দিল্লি পুলিশ তাঁর দখলে থাকলে ২ঘণ্টার মধ্যেই শাহিনবাগের রাস্তা ‘দখলমুক্ত’ করতেন। কেজরিওয়ালের এই মনোভাবের আবার সমালোচনা করেছে তাঁর বিরোধীরা। আগামী শনিবার, ৮ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন। এই পরিস্থিতিতে শাহিনবাগকে ইস্যু করেই ভোট-বৈতরণী পার হতে চাইছে শাসক-বিরোধী দুই শিবিরই।

Related articles

দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ নীতীশের 

বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) জয়লাভ করার পর এবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পালা। দশম বারের জন্য মগধভূমে...

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...
Exit mobile version