কাটোয়ায় গুলি করে খুন হলেন এক তৃণমূল কর্মী

কাটোয়াতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮ টা নাগাদ বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাটোয়ার তিন নম্বর ওয়ার্ডে রথীন বিশ্বাস এর দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাটোয়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে , তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, তিনি এলাকার তৃণমূল কর্মী ও প্রোমোটারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রথীন’র (৩০) মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গিয়েছে তাঁর পরিবার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গুলি করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ ‌।