Monday, May 5, 2025

আজ রাত থেকে বাড়বে তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে চলবে বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবারও বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। দুদিন পর থেকে নামতে পারে তাপমাত্রা পড়তে পারে শীত। মেঘলা আকাশের জন্যই আপাতত বিদায় নিয়েছে শীত এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, শীতের মরশুমে বৃষ্টির অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকায়, তার জেরে রাজ্যে আসছে শীতল ও শুষ্ক হাওয়া। অন্যদিকে, বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে রাজ্যে আসছে গরম ও আর্দ্র বাতাস। এই দুই পরিস্থিতির রসায়নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা বৃষ্টির পরিস্থিতি রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হবে।

পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমে আজ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস কলকাতায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।উড়িষ্যা ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে অন্য জায়গায় হালকা বৃষ্টি কয়েকদফায়।

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সংঘাতে বৃষ্টি রাজ্যে।বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পূবালী হাওয়ায় ডুকছে জলীয়বাষ্প পূর্ণ বাতাস। এর জেরেই আংশিক মেঘলা আকাশ আগামীকাল থেকে কলকাতাতেও মেঘলা আকাশ।

এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়লো ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে সামান্য কুয়াশা হলেও পরে আংশিক মেঘলা হতে পারে আকাশ।

কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পেরপরিমাণ ৩৭ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নিবিস্তারিত দিচ্ছি।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলা বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ছত্রিশগড় এ।
আগামীকাল থেকে কয়েকদিন ঘন কুয়াশা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এ।
শুক্রবার রবিবারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে।

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version