বাজারে আসছে পোকো X2

স্বাধীন ব্র্যান্ডের তকমা পাওয়ার মাত্র এক মাসের মধ্যে বাজারে আসছে পোকো X2। ২০১৮ সালের অগাস্টে পোকো F1-এর হাত ধরে বাজারে আসে শাওমি-র সাব ব্র্যান্ড পোকো। এবার বাজারে আসছে তাদের দ্বিতীয় স্মার্টফোন।

পোকো X2 ফোনে মিডরেঞ্জ স্ন্যাপড্রাগন 730G চিপসেট ব্যবহার হলেও এই ফোনে থাকছে দুর্দান্ত ডিসপ্লে ও ক্যামেরা। পোকো X2-র দাম শুরু হচ্ছে ১৫ হাজার ৯৯৯ টাকা থেকে। এই একই দামে রিয়েলমি X2, রেডমি K20 ও রেডমি Note 8 Pro এর সামনে প্রতিযোগিতার মুখোমুখি হবে পোকো X2। নিঃসন্দেহে স্মার্টফোন বাজারে ঝড় তুলবে এই ফোন।

পোকো X2-তে থাকছে উজ্জ্বল ও রঙিন গ্লাস ডিজাইন। ফোনের পিছনে পোকো ব্র্যান্ডিং ছাড়াও থাকছে বৃত্তাকার ক্যামেরা মডিউল। সেখানে মোট চারটি ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে একটি 6.67 ইঞ্চি হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনে পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নীচে রয়েছে পাওয়ার বাটন। ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কারণে বাঁ হাতে ফোন আনলক করতে অসুবিধা হতে পারে। পাওয়ার বাটনের উপরের থাকছে ভলিউম বাটন। ফোনের উপরে রয়েছে ইনফ্রারেড ব্লাস্টার। ফোনের বাঁ দিকে রয়েছে হাইব্রিড সিম স্লট। দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

সংস্থা জানিয়েছে, X2-তে Gorilla Glass 5 ব্যবহার হয়েছে। ফোনের বাক্সের মধ্যে থাকবে একটি সিম ইজেক্টর পিন, 27W ফাস্ট চার্জর ও একটি ইউএসবি টাইপ সি কেব্‌ল। ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে মিলবে এই ফোন।

আরও পড়ুন-প্রতারণার মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী