Thursday, November 13, 2025

শাহিনবাগই দিল্লি ভোটে বিজেপির শেষ অস্ত্র!

Date:

Share post:

নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে শাহিনবাগের ধরনাই শেষ বেলায় দিল্লি ভোটে বিজেপির একমাত্র হাতিয়ার হতে চলেছে। বিধানসভা ভোটের আগে করা সব সমীক্ষাতেই স্পষ্ট যে, আমজনতার কোর ইস্যু যেমন স্বাস্থ্য, শিক্ষা, জল, বিদ্যুৎ, পরিবহন, পরিবেশ সহ সার্বিক উন্নয়নের নিরিখে আপের পারফরম্যান্সে খুশি দিল্লিবাসী। স্থানীয় ইস্যুতে আপকে হারানো কঠিন বুঝেছে বিজেপি। এর উপর মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের মত জনপ্রিয় মুখের বদলে কে, তারও হদিশ দিতে ব্যর্থ গেরুয়া শিবির। ফলে তাদের হাতে শেষ অস্ত্র বা ইস্যু বলতে একটাই, শাহিনবাগের বিক্ষোভ।

দিল্লির রাস্তা আটকে প্রায় 55 দিন ধরে চলা বিক্ষোভের উদ্দেশ্য ও অংশগ্রহণকারীদের একাংশের কাজকর্ম সম্পর্কে প্রশ্ন তুলছেন বিজেপির শীর্ষ নেতা থেকে স্থানীয় নেতারা। স্বয়ং মোদি থেকে অমিত শাহ সকলেই শাহিনবাগের আন্দোলনের পিছনে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টই বলেছেন, সামনে সংবিধান বা জাতীয় পতাকা সাজিয়ে রেখে পিছনের চক্রান্ত আড়াল করা যাবে না। শাহিনবাগ ধরনার অন্যতম উদ্যোক্তা সারজিল ইমাম এদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক দিয়ে দিল্লি পুলিসের হাতে গ্রেফতার। তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চলছে। ফলে শাহিনবাগকে দেশবিরোধীদের আখড়া ও অরজকতা তৈরির চক্রান্ত বলে প্রচার জোরদার করছে বিজেপি। এর পাশাপাশি শাহিনবাগে গুলি চালনার ঘটনায় যখন বিজেপির দিকে আঙুল উঠছিল তখন হঠাৎই চাঞ্চল্যকর মোড়। দিল্লি পুলিস ছবি, তথ্য দিয়ে দাবি করেছে, গুলিকাণ্ডে ধৃত যুবক কপিল আদতে আপের কর্মী। ফলে বিজেপি এখন আপকেও গুলির ঘটনায় জড়িয়ে নিয়ে প্রচার চালাচ্ছে। তবে শেষ পর্যন্ত শাহিনবাগ বিজেপিকে প্রত্যাশিত কোনও ফল দিল কিনা তা বোঝা যাবে 11 ফেব্রুয়ারিই।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...