হিন্দুত্ববাদ নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার

হিন্দুত্ববাদ নিয়ে ফের বিজেপিকে তোপ দাগলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার, দলীয় মুখপত্র সামনায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, হিন্দুত্ব নিয়ে আমার ধারণা বিজেপির থেকে আলাদা। ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখল করা হিন্দু ধর্ম নয়। তাঁর কথা, অশান্তিতে ভরা হিন্দু রাষ্ট্র চাই না। এই ধারণায় একেবারে বিশ্বাসী নই।
মহারাষ্ট্রে একসময়ের সঙ্গী শিবসেনা। কিন্তু ধর্ম নিয়ে এই রাজনীতি একেবারেই পছন্দ নয় শিবসেনার। দিনকয়েক আগে উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রে এনআরসি কার্যকর হবে না। তবে নাগরিকত্ব আইনকে সমর্থন করছেন তাঁরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিল শিবসেনা। এনআরসি নিয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সামনায়। সামনায় উদ্ধব ‌ঠাকরে বলেছেন, প্রতিবেশী দেশে যারা নির্যাতনের শিকার হয়েছে। এই আইনের মাধ্যমে সংখ্যালঘুরা নাগরিকত্ব পাবে।