উলট পুরান: রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

লাগাতার সংঘাতের পর হঠাৎ রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে আমাদের। ওনার সঙ্গে আলোচনা খুব ভালো হয়েছে। সবই ইতিবাচক কথা হয়েছে। আমরা সকলেই রাজ্যের ভালো করতে চাই।

পাশাপাশি রাজ্যপাল আরও বলেন, “ইতিমধ্যেই রাজ্যের তরফে বাজেট বক্তৃতার ড্রাফট আমার কাছে এসেছে। সেটা আমার বিবেচনার মধ্য আছে। মুখ্যসচিবও এসেছিলেন। কথা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে সেটা আমি বলতে চাইছি না। রাজ্যের দুই মন্ত্রী এসেছিলেন। ওনাদের সঙ্গেও আলোচনা ইতিবাচক হয়েছে।”

এরপর বাজেট বক্তৃতা প্রসঙ্গে তিনি জানান, “আমার ভাষণ কী হবে সেটা আমার আর রাজ্যের ব্যাপার। রাজ্য আমাকে ড্রাফট পাঠিয়েছে। আমার যদি কিছু যোগ করা দরকার হয়, সেটা আমি করবো। সেটা রাজ্যকেও জানাবো। গণত্রন্ত্রে ভিন্ন মত হতেই পারে। কিন্ত রাজ্যের উন্নতির স্বার্থে যাতে সেটা বাধা না হয়, সেটা অবশ্যই দেখবো।”

আরও পড়ুন-উদ্বোধনের আগে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন ঘুরে দেখলেন জিএম মনোজ জোসি