Saturday, December 6, 2025

যাদবপুরের বাম-অতিবাম ঘাঁটিতে সিংহভাগ আসনে প্রার্থী দিয়ে চমকে দিলো ABVP

Date:

ট্রাডিশনাল ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই বাম অথবা অতি বামেদের শক্ত ঘাঁটি। এবার সেখানেই কিনা সিংহভাগ আসনে প্রার্থী দিয়ে চমকে দিল বিজেপি-আরএসএসের ছাত্রসংগঠন এবিভিপি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং শাখায় প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এখানেই চমকের শেষ নয়, যে কলা বিভাগ চিরাচরিতভাবে বামেদের ঘাঁটি, সেখানেও প্রায় সব আসনেই মনোনয়ন দাখিল করেছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন! খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বামেদের ঘাঁটিতে ইতিউতি পদ্ম ফুটবে?

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী ও এলিট ক্লাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন। সেখানে কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্ট্রাল প‍্যানেলে ও সিআর পদে মনোনয়ন পেশ করেছেন এবিভিপি প্রার্থীরা। কলা বিভাগের ৪০টি আসন ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা। এবং এই প্রথমবারের জন্য
দলীয় প্রতীকে সরাসরি লড়াইয়ে নামছে এবিভিপি।

প্রসঙ্গত, কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্ট্রাল প‍্যানেলে ও সিআর পদে মনোনয়ন পেশ করেছেন এবিভিপি প্রার্থীরা। কলা বিভাগের ৪০টি আসন ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা।

শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় সূত্রে আরও একটি খবর ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ইউনিটে বড়সড় ভাঙন হয়েছেন। সংগঠন থেকে গণইস্তফা দিয়েছে ৩১ জন জনপ্রিয় ছাত্রনেতা ও প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের নেতৃত্বের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগ করেছিল তারা। গেরুয়া ছাত্রসংগঠনের উত্থানের পিছনে বিক্ষুব্ধ এসএফআই-এর একটা প্রত্যক্ষ আছে বলে জানা যাচ্ছে।

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...
Exit mobile version