Sunday, January 4, 2026

অ্যাপেলো গ্লেনেগলস টাইমস হাফ ম্যারাথনে ৫ হাজার আবেদন!

Date:

Share post:

মুক্ত বাতাসের জন্য ম্যারাথন।এই লক্ষ্য নিয়ে রবিবার হচ্ছে প্রথম অ্যাপেলো গ্লেনেগলস টাইমস হাফ ম্যারাথন। রেড রোড থেকে ম্যারাথন শুরু হবে । তিনটি ক্যাটাগরি থাকছে। একটি ২১ কিলোমিটার। অন্যটি ১০ কিলোমিটার। শেষে তিন কিলোমিটার ফান রান। উদ্যোক্তারা জানিয়েছেন, পাঁচ হাজার জন এই ম্যারাথনে অংশ নিতে আবেদন করেছেন । দৌড় শুরুর আগেও নাম জমা নেওয়া হবে। ২১ কিলোমিটার ম্যারাথন শুরু হবে সকাল ছ’টায়। ১০ কিলোমিটার সাড়ে সাতটায়। তিন কিলোমিটার ফান রান সকালে সাড়ে আটটায়। পুরুষদের সঙ্গে মেয়েরাও এই ম্যারাথনে যোগ দিতে পারবেন অনায়াসে। স্কুল ছাত্রদেরও ডাকা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। তিনি ম্যারাথনের গুরুত্ব বোঝান। স্বাস্থ্যের পক্ষে যা অত্যন্ত উপযোগী। জয়দীপের কথায়, ‘এই ম্যারাথনের মধ্যে দিয়ে যদি কয়েকজন নিয়মিত শরীরচর্চা শুরু করেন, সেটাই হবে বড় পাওনা। শরীর চর্চার এক কালচার গড়ে তোলা। ম্যারাথনের সার্থকতা সেখানেই।’ সাংবাদিক সম্মেলনে ছিলেন অ্যাপেলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) সোমনাথ ভট্টাচার্য। ছিলেন সেই হাসপাতালের চিকিৎসক জয় বসু (ভাইস প্রেসিডেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন)। তিনি বলেন, ‘দিনের পর দিন ফুসফুসের সমস্যা নিয়ে লোকে আমাদের হাসপাতালে আসছেন। ক্যান্সারের সংখ্যাও বাড়ছে। অধিকাংশটাই দূষণজনিত কারণে। একটু শরীর চর্চার অভ্যাস করতে পারলে রোগের থেকে দূরে থাকা যায়।’
৯ ফেব্রুয়ারি এই ম্যারাথনে উপস্থিত থাকার কথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের। যাঁরা সকলেই রীতিমতো শরীর চর্চা করে থাকেন।

spot_img

Related articles

Sunday Feature: টেম্পো থেকে টেক-অফ: আকাশ ছোঁয়ার স্বপ্নে ‘শঙ্খ এয়ার’

ভারতের আকাশে বর্তমানে গুটিকতক বিমানসংস্থার আধিপত্য নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য উত্থানের গল্প শোনাল...

মার্কিন আগ্রাসনের গুরুতর পরিস্থিতিতে ভারতীয়দের ভেনেজুয়েলা সফরে না কেন্দ্রের

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া, লা গুয়াইরা অঞ্চলে মার্কিন আক্রমণ (America attack on Venezuela) এবং সেখানকার প্রেসিডেন্টকে সস্ত্রীক...

‘দু’দিনের টেস্ট ম্যাচ’, উৎপল সিনহার কলম

পাঁচ দিনের টেস্ট দু'দিনেই শেষ । অ্যাশেজ সিরিজ চলছে। এবার পাঁচ টেস্টের সিরিজে প্রথম এবং চতুর্থ টেস্ট ম্যাচ...

দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অহেতুক আতঙ্ক না ছড়ানোর আর্জি

দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার রাতে গুয়াহাটিতে আহত হয়েছেন তাঁরা। গীতানগর থানা...