শান্তিনিকেতনে গিয়ে কেন্দ্রে-রাজ্য বিতর্ক উস্কে ফের শিরোনামে রাজ্যপাল

ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার বিশ্বভারতীতে শ্রীনিকেতনে মেলা উদ্বোধন গিয়ে ধনকড় বলেন, কেন্দ্র সরকারের তরফ থেকে সারা ভারতে ৪৩ কোটি কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক সেই সাহায্য থেকে বঞ্চিত রয়েছে। এই ঘটনায় তিনি খুব ব্যথিত।

পাশাপাশি, বিধানসভায় আগামীকাল শুক্রবার রাজ্যপাল বাজেট পূর্ববর্তী ভাষণ পেশ করবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকারের যেমন অধিকার আছে ভাষণের স্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য, ঠিক তেমনি রাজ্যপালেরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মত করে বক্তব্য পেশ করার।

একইসঙ্গে এদিন বিশ্বভারতীতে সিআইএসএফ মোতায়েন ও সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে সে সম্পর্কে রাজ্যপাল বলেন, মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারও শত্রু হয়ে ওঠে না। বিরোধিতা করা আলাদা, কিন্তু তা নিয়ে অশান্তি করা ঠিক নয়।

আরও পড়ুন-শাহিনবাগের ধরনাস্থল আত্মঘাতী বোমা বিস্ফোরণের কারখানা! কী বললেন মন্ত্রী?