আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে ‘ইলেকশন ম্যানেজমেন্ট টিম’ ঘোষনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ৫৭-সদস্যের এই ‘টিম’-এর আহ্বায়ক করা হয়েছে মুকুল রায়কে৷ সহ-আহ্বায়ক হয়েছেন দলের অন্যতম সাধারন সম্পাদক সঞ্জয় সিং৷

দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় সম্পাদক রাহুল সিনহা- সহ লোকসভার সব সাংসদ এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে এই কমিটিতে রাখা হয়েছে৷ আছেন ১৩জন বিধায়ক, যাদের অধিকাংশই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন৷
কলকাতা ও বিধাননগর পুরসভার প্রতিনিধিত্ব করছেন যথাক্রমে গৌতম চৌধুরি এবং অনুপম দত্ত৷
