Saturday, November 8, 2025

কলকাতায় সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ৪ যুবক গ্রেফতার

Date:

ট্যাংরায় এক গৃহবধূকে হাত ধরে টেনে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনার পরই পর্ণশ্রী থানা এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ৷

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক! এমন অভিযোগই এনেছে পর্ণশ্রী থানা এলাকার ১২ বছরের এক ছাত্রী। অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবকদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই কিশোরী-ছাত্রী নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ জানায়, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে ৪ যুবক। ওই কিশোরীর বাবা
এক বেসরকারি সংস্থার কর্মী৷ তিনি বৃহস্পতিবার রাতেই থানায় জানান, তাঁর মেয়ে সন্ধ্যাবেলায় এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে বলে বেরিয়েছিলো। তারপর আর বাড়ি ফেরেনি। নির্যাতিতা ওই কিশোরী পুলিশকে জানায়, এক বন্ধুর সঙ্গে দেখা করতে সে যায় মোমিনপুরে৷ বন্ধুটি তাকে ভূকৈলাস রোডের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে ছিলো আরও ৩ যুবক। ছাত্রীর অভিযোগ, ওই বাড়িতেই ৪ যুবক তাকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। কিশোরীর এই অভিযোগ পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করে। বিকেলের মধ্যেই পর্ণশ্রী, একবালপুর এবং দক্ষিণ বন্দর থানার পুলিশকে নিয়ে তৈরি যৌথ তদন্তকারী দল ৪ অভিযুক্তকেই গ্রেফতার করে। একবালপুরে পকসো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স আইনে গনধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার অভিযুক্তের মধ্যে অমরজিৎ চৌপাল এবং মনোজ শর্মা পর্ণশ্রী এলাকার বাসিন্দা। বাকি দু’জন, বিকাশ মল্লিক এবং ঋত্ত্বিক রামের বাড়ি একবালপুরে। ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version