Tuesday, November 11, 2025

কলকাতায় সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ৪ যুবক গ্রেফতার

Date:

ট্যাংরায় এক গৃহবধূকে হাত ধরে টেনে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনার পরই পর্ণশ্রী থানা এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ৷

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক! এমন অভিযোগই এনেছে পর্ণশ্রী থানা এলাকার ১২ বছরের এক ছাত্রী। অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবকদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই কিশোরী-ছাত্রী নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ জানায়, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে ৪ যুবক। ওই কিশোরীর বাবা
এক বেসরকারি সংস্থার কর্মী৷ তিনি বৃহস্পতিবার রাতেই থানায় জানান, তাঁর মেয়ে সন্ধ্যাবেলায় এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে বলে বেরিয়েছিলো। তারপর আর বাড়ি ফেরেনি। নির্যাতিতা ওই কিশোরী পুলিশকে জানায়, এক বন্ধুর সঙ্গে দেখা করতে সে যায় মোমিনপুরে৷ বন্ধুটি তাকে ভূকৈলাস রোডের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে ছিলো আরও ৩ যুবক। ছাত্রীর অভিযোগ, ওই বাড়িতেই ৪ যুবক তাকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। কিশোরীর এই অভিযোগ পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করে। বিকেলের মধ্যেই পর্ণশ্রী, একবালপুর এবং দক্ষিণ বন্দর থানার পুলিশকে নিয়ে তৈরি যৌথ তদন্তকারী দল ৪ অভিযুক্তকেই গ্রেফতার করে। একবালপুরে পকসো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স আইনে গনধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার অভিযুক্তের মধ্যে অমরজিৎ চৌপাল এবং মনোজ শর্মা পর্ণশ্রী এলাকার বাসিন্দা। বাকি দু’জন, বিকাশ মল্লিক এবং ঋত্ত্বিক রামের বাড়ি একবালপুরে। ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version