Saturday, May 17, 2025

বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা, মরশুমে শেষ বারের মতো ছক্কা হাঁকাবে শীত !

Date:

শুক্রবার সকালে মেঘের আড়াল থেকে সূর্যের উঁকিঝুঁকি মারা দেখা নিশ্চই ভাবছেন, তা হলে বৃষ্টি কি কেটে গেল? কিন্তু হাওয়া অফিস জানিয়েছে,বৃষ্টির ফাঁড়া এখনও কাটেনি। তবে যতটা দাপট হওয়ার কথা ছিল, সেটা কেটে গিয়েছে। শুক্রবার বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা আর পার্শ্ববর্তী জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের জেলাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম।
তবে পুরোপুরি মেঘ কেটে গেলেই কিন্তু ফের ছক্কা হাঁকাবে শীত। এই মরশুমে শেষ বারের মতো।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢোকার কথা ছিল। যার সঙ্গে উত্তুরে হাওয়ার সংমিশ্রণে তৈরি হত বৃষ্টির মেঘ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা গিয়েছে ওই বিপরীত ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে তৈরি হওয়ার বদলে তৈরি হয়েছে ওড়িশা উপকূল ঘেঁষে।এর ফলে যে বৃষ্টির মেঘ দক্ষিণবঙ্গের ওপরে তৈরি হওয়ার কথা ছিল, সেটা এই মুহূর্তে ওড়িশা আর লাগোয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ওপরে হচ্ছে। এই কারণেই সকাল থেকে বৃষ্টির বদলে রোদের দেখা মিলছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায়।
মেঘ কেটে গেলেই হুহু করে ঢুকে পড়বে শীতল উত্তুরে বাতাস। আর তার জেরে ফের দক্ষিণবঙ্গে নিম্নমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রা। মাঝ-ফেব্রুয়ারি আর ফাল্গুনের দোরগোড়ায় এসেও শীতে কাঁপার সম্ভাবনা দক্ষিণবঙ্গের।
তবে এই শীতের দাপট যে এই মরশুমে শেষ বারের মতো হবে সেই ব্যাপারে কার্যত নিশ্চিত আবহাওয়া দফতর।

Related articles

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...
Exit mobile version