Monday, November 17, 2025

বাড়ি এমন একটা জায়গা যেখানে মানুষের মন পড়ে থাকে। যেখানে মা তাঁর সন্তানের হাত ধরে বড় করেন। আর জীবনের গতিপথে এমন এক সময় আসে, যখন নিজের বাড়ি ছেড়ে রুজির টানে চলে যেতে হয় অন্য কোথাও। মাতৃভূমির স্মৃতিচারণা করতে হয় দূর দেশে গিয়ে। লন্ডনের ‘হার্লেসডেন হাই স্ট্রিট’ এমনই অনেক গল্প জানে। এই গল্প নিয়েই তৈরি নাটক ‘হার্লেসডেন হাই স্ট্রিট’ । যেখানে রয়েছে বেশ কিছু অনবদ্য চরিত্র। বাংলাদেশ থেকে আসা এক উদ্বাস্তু রেহান। এই চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। স্থানীয় বাজারে তাঁর একটি দোকানও রয়েছে। করিম তাঁর দোকানের কর্মচারী। পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু তিনি। যদিও গ্রেট ব্রিটেনেই জন্ম এবং বেড়ে ওঠা তাঁর। করিমের মায়ের চরিত্রে রয়েছেন অনন্যা সেন।

রেহান তাঁর বাবাকে মিস করেন। অন্যদিকে করিম টাকার অভাবে তাঁর মায়ের চিকিৎসা করাতে পারছেন না। নাটকের এক অংশে আদিল রশিদ, দিব্যকমল মিত্র, মেঘতিথি বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারে গান গাইছেন। দু’জন নৃত্যশিল্পী রায়ান এবং অস্মিতা সেন নাটকটিকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন। নাটকটিতে বিদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্ব ফুটিয়ে তোলা হয়েছে।

‘হার্লেসডেন হাই স্ট্রিট’ নাটকের পরিচালক অভ্রজিৎ সেন। অভিনয়ে আছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, যিনি টলিউডের বড় ও ছোট পর্দার পরিচিত মুখ। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক বিখ্যাত পরিচালকের ছবিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। আদিল রশিদ, দিব্যকমল মিত্র, মেঘতিথি বন্দ্যোপাধ্যায় অনবদ্য গান নাটকটা অন্য মাত্রা দিয়েছে। অপেরাধর্মী এই নাটকের শো রয়েছে রবিবার, টপকোট সিসিইউ-তে ৩টে ও ৬.৩০টায়।

আরও পড়ুন-দিল্লি বিধানসভা নির্বাচন: কেজরিওয়ালের কেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি

Related articles

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...
Exit mobile version