Saturday, November 8, 2025

আগে ভোট-পরে বিয়ে, ভোটের লাইনে বর দাঁড়ালেন বরযাত্রীদের সঙ্গে নিয়েই

Date:

দিল্লি ভোটের সেরা ছবি কোনটি?

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বহু নামী ব্যক্তিত্বের ভোট দিতে আসা?

একদমই নয়!

ভোটের লাইনে এদিন দেখা গিয়েছে এক অভাবনীয় দৃশ্য। বিয়ের আগে বরবেশে হবু বর এলেন ভোট দিতে। তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন বরযাত্রীরাও! এটাই এবারের দিল্লি-ভোটের আপাতত সেরা ছবি৷

লক্ষ্মীনগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ধনঞ্জয় ধ্যানীকে এদিন ভোটের লাইনে দেখে অবাক হয়েছেন অনেকেই। গণতন্ত্রের মহা-উৎসবে যোগ দিতে তিনি এসেছিলেন বরসজ্জায় সজ্জিত হয়েই৷ রীতিমতো নাচ-গান করে, বাজনা বাজিয়ে এদিন বরযাত্রীরা বরকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন৷ এ দৃশ্য দেখে চমকে যান কর্তব্যরত ভোটকর্মী, পুলিশ, এমনকী রাজনৈতিক দলের কর্মীরাও৷ দল বেঁধে এসে বরযাত্রীদের একে একে ভোট দিলেন। ভোট দিলেন স্বয়ং বর ধনঞ্জয়ও।

এখানেই শেষ নয়। ধনঞ্জয় ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে ফোন করেন তাঁর হবু স্ত্রীকেও। সাত পাকে বাঁধা পড়ার আগে ভোটটা দিয়ে যাওয়ার অনুরোধ জানান হবু স্ত্রীকে। ধনঞ্জয়ের বিয়ের কথা পাকা হয়ে যায় ডিসেম্বরেই। কিন্তু এভাবে একেবারে বিয়ের দিন‌ই যে ভোটের দিন পড়বে, তা বুঝবেন কীভাবে৷ ধনঞ্জয় এদিন বলেন, ‘‘৫ বছরে একবারই ভোট দেওয়ার সুযোগ আসে। তাই ভোট দিতে এসেছি৷ বিয়ের থেকেও ভোটকে বেশি গুরুত্ব দিয়েছি। আমার হবু স্ত্রীকেও ভোট দিতে বলেছি। ও বলেছে ভোট দিয়েই বিয়েতে অংশ নেবে।”

আরও পড়ুন-দিল্লির প্রাচীনতম ভোটার কালীতারা মণ্ডল ভোটকেন্দ্রে গেলেন কমিশনের গাড়িতে

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version