Tuesday, August 26, 2025

আগে ভোট-পরে বিয়ে, ভোটের লাইনে বর দাঁড়ালেন বরযাত্রীদের সঙ্গে নিয়েই

Date:

দিল্লি ভোটের সেরা ছবি কোনটি?

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বহু নামী ব্যক্তিত্বের ভোট দিতে আসা?

একদমই নয়!

ভোটের লাইনে এদিন দেখা গিয়েছে এক অভাবনীয় দৃশ্য। বিয়ের আগে বরবেশে হবু বর এলেন ভোট দিতে। তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন বরযাত্রীরাও! এটাই এবারের দিল্লি-ভোটের আপাতত সেরা ছবি৷

লক্ষ্মীনগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ধনঞ্জয় ধ্যানীকে এদিন ভোটের লাইনে দেখে অবাক হয়েছেন অনেকেই। গণতন্ত্রের মহা-উৎসবে যোগ দিতে তিনি এসেছিলেন বরসজ্জায় সজ্জিত হয়েই৷ রীতিমতো নাচ-গান করে, বাজনা বাজিয়ে এদিন বরযাত্রীরা বরকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন৷ এ দৃশ্য দেখে চমকে যান কর্তব্যরত ভোটকর্মী, পুলিশ, এমনকী রাজনৈতিক দলের কর্মীরাও৷ দল বেঁধে এসে বরযাত্রীদের একে একে ভোট দিলেন। ভোট দিলেন স্বয়ং বর ধনঞ্জয়ও।

এখানেই শেষ নয়। ধনঞ্জয় ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে ফোন করেন তাঁর হবু স্ত্রীকেও। সাত পাকে বাঁধা পড়ার আগে ভোটটা দিয়ে যাওয়ার অনুরোধ জানান হবু স্ত্রীকে। ধনঞ্জয়ের বিয়ের কথা পাকা হয়ে যায় ডিসেম্বরেই। কিন্তু এভাবে একেবারে বিয়ের দিন‌ই যে ভোটের দিন পড়বে, তা বুঝবেন কীভাবে৷ ধনঞ্জয় এদিন বলেন, ‘‘৫ বছরে একবারই ভোট দেওয়ার সুযোগ আসে। তাই ভোট দিতে এসেছি৷ বিয়ের থেকেও ভোটকে বেশি গুরুত্ব দিয়েছি। আমার হবু স্ত্রীকেও ভোট দিতে বলেছি। ও বলেছে ভোট দিয়েই বিয়েতে অংশ নেবে।”

আরও পড়ুন-দিল্লির প্রাচীনতম ভোটার কালীতারা মণ্ডল ভোটকেন্দ্রে গেলেন কমিশনের গাড়িতে

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version