Wednesday, August 20, 2025

জেলবন্দি বিজেপি কর্মীদের স্ত্রী ও মায়ের সঙ্গে নির্মম আচরণ!

Date:

জেলবন্দি বিজেপি কর্মীদের স্ত্রী ও মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার গৌড়নগর গ্রামে। মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।

গৌড়নগর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মীর মা ও স্ত্রীকে বাড়ি থেকে টেনে বের করে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে রোহিত মণ্ডল, মাখন মণ্ডল, তীর্থ মণ্ডল, সুপ্রিয় মণ্ডল, বুদ্ধদেব বাগদি এবং সুকুমার বাগদির বিরুদ্ধে। এদের মধ্যে সুকুমার বাগদি ওই মহিলাকে মারধর করছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আক্রান্ত মহিলার দুই ছেলে সোমনাথ বাগদি ও মেঘনাথ বাগদি মহম্মদ বাজার থানার একটি মামলায় অভিযুক্ত হওয়ায় বর্তমানে সিউড়ি সংশোধনাগারে বন্দি। তাঁদের বিরুদ্ধে পয়লা ফেব্রুয়ারি রাতে গৌড়নগর গ্রামের রাজ্য সড়কের উপর সরকারি টোল বুথে, দোকানে ভাঙচুর সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। আক্রান্ত মহিলার পুত্রবধূ শনিবার মহম্মদ বাজার থানায় ৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন,”মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসিয়ে তাঁদের বাড়ির মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ করছি”। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনায় তাঁদের দলের কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

আরও পড়ুন-কাকদ্বীপে বিজেপির অভিনন্দন যাত্রায় ব্যাপক সাড়া

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version