বইমেলায় এপিডিআর-এর প্রতিবাদ, অসন্তুষ্ট বইপ্রেমীরা

শনিবার রাতে বইমেলায় বিক্ষোভ-আটক-গ্রেফতারের প্রতিবাদে বিকেল থেকে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেয় এপিডিআর। পুলিশের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের অনুরোধ করা হয়, মিছিল-বিক্ষোভ না করে, মেলায় ঘুরে প্রতিবাদ না করে, নির্দিষ্ট একটি জায়গায় করতে। কিন্তু এপিডিআর-এর সদস্যরা নিজেদের স্টল থেকে বেরিয়ে লিটল ম্যাগাজিনের স্টলে পিছন দিকে চলে এসে স্লোগান দিতে শুরু করেন, বক্তব্য রাখা শুরু করেন।

লক্ষ্যণীয় বিষয় হলো এদিনের প্রতিবাদ সভাকে কার্যত এড়িয়ে গিয়েছেন বইপ্রেমী মানুষ। তবে বিষয়টি নিয়ে পুলিশ অত্যন্ত সিরিয়াস।

এপিডিআর সমর্থকদের রীতিমতো ঘিরে রেখেছে পুলিশ  । কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশের এই তৎপরতা ।বইপ্রেমীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেই নজর রাখছেন তারা । কারণ, বইপ্রেমীরা বইমেলার দশমীতে প্রাণ ভরে বইয়ের ঘ্রাণ নিতে চেয়েছেন।